Durga Puja 2022 || দুর্গাপুজোর মহাভোজে বাড়তি পাওনা 'পুজোর থালি', আসতেই হবে 'ভূতের রাজা দিল বর'-এ
- Published by:Aryama Das
- news18 bangla
Last Updated:
Durga Puja 2022 : 'ভূতের রাজা দিল বর'! বাঙালি রান্নার হাজারো পদের বাহার নিয়ে এবার সোদপুর ঘোলায় রেস্তোঁরা চেনের ষষ্ঠ আউটলেটের উদ্বোধন হল শনিবার
#কলকাতা: পুজো মানেই অখণ্ড অবসর। ঘুরে ঘুরে ঠাকুর দেখা তো আছেই। সঙ্গে সমান তালে চলবে পেট পুজোও। হ্যাঁ, হ্যাঁ, সাবেকি ভূরিভোজের ব্যবস্থাই হবে। সেটাও একেবারে রেস্তোরাঁতেই।

এক্ষেত্রে সবচেয়ে ভাল হয় থালি। 'পুজোর থালি'। এতে মন ভরবে নিশ্চয়ই। এখন অনেকেই বলতে পারেন, ‘থালি তো সাজাতে জানি না’! কুছ পরোয়া নেই। তারও উপায় রয়েছে আমাদের কাছে ম্যাজিকের মতো। রয়েছে 'ভূতের রাজা দিল বর'! হাতে হাতে তালি মারলেই এসে যাবে বাঙালি রান্নার জমজমাট থালি। বাঙালি রান্নার হাজারো পদের বাহার নিয়ে এবার সোদপুর ঘোলায় রেস্তোঁরা চেনের ষষ্ঠ আউটলেটের উদ্বোধন হল শনিবার। রেস্তোরাঁর প্রতিষ্ঠাতা রাজীব কুমার পালের হাত ধরে যাত্রা শুরু করল নতুন আউটলেট।
advertisement
advertisement

'ভূতের রাজা দিল বর'-এর অন্যতম আকর্ষণ হল থালি। গুপি থালি, বাঘা থালি ও মহাভোজ থালি। এইবার পুজো স্পেশাল খাবার রয়েছে 'পুজোর থালি'তে। মাত্র ১২৯৯ টাকা দাম থালির। বাসমতি চালের রাইস, ঝুরি আলুভাজা, ইলিশ মাছের মাথা দিয়ে তৈরি কচু শাক, গন্ধরাজ চিকেন ২ পিস, সুক্তো, সোনামুগের ডাল, পাবদা সর্ষে, ভেটকি পাতুরি, মটন ডাকবাংলো, চাটনি, পাঁপড়, রসগোল্লা, পায়েশ আরও অনেক কিছু। 'ভূতের রাজা দিল বর'-এর সমস্ত আউটলেটে মহালয়া থেকেই চলবে বিশেষ পুজোপার্বণ উৎসব।
advertisement

সত্যজিত্ রায়ের শতবর্ষে তাঁকে শ্রদ্ধা জানাতে তাঁর পছন্দের মেনু রাখা হয়েছে এই রেস্তোরাঁয়। সাবেকি হারিয়ে যাওয়া নানা বাঙালি পদ থাকছে। আর সোদপুর ও পার্শ্ববর্তী অঞ্চলের বাসিন্দাদের ভূতের রাজার বর পেতে আর কলকাতা যেতে হবে না! বাঙালিয়ানায় মহাভোজ সারতে পুজোয় সবাইকে আসতেই হবে ভূতের রাজা দিল বর রেস্টুরেন্টে।
Location :
First Published :
September 15, 2022 12:06 AM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Durga Puja 2022 || দুর্গাপুজোর মহাভোজে বাড়তি পাওনা 'পুজোর থালি', আসতেই হবে 'ভূতের রাজা দিল বর'-এ