TRENDING:

Viral Video : অল্পের জন্য প্রাণরক্ষা যুবকের! শেষ কদম তোলা মাত্র কালভার্ট তলিয়ে গেল ঘূর্ণিপাকে, দেখুন রোমর্ষক ভাইরাল ভিডিও

Last Updated:

Viral Video : ঘটনার আকস্মিকতায় একইসঙ্গে বিস্মিত ও আতঙ্কিত হয়ে পড়েন ওই যুবক ৷ অল্পের জন্য তাঁর রক্ষা পাওয়ার এই ভিডিও এখন ভাইরাল ইন্টারনেটে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বরপেটা : জীবন আর মৃত্যুর মাঝে ফারাক শুধু কয়েকটা মুহূর্তের ৷ সেই চির পরিচিত কথাগুলোই আরও এক বার মনে করিয়ে দিল প্লাবনধ্বস্ত অসমের একটি ভাইরাল ভিডিও৷
চূর্ণ পথের টুকরোগুলি ভেসে যায় বন্যার ঘোলা জলে পাক খেতে খেতে
চূর্ণ পথের টুকরোগুলি ভেসে যায় বন্যার ঘোলা জলে পাক খেতে খেতে
advertisement

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি অসমের বরপেটা  থেকে মানস জাতীয় উদ্যান যাওয়ার পথে ৷ সেখানে দেখা যাচ্ছে মাটি থেকে বেশ কয়েক ফুট উঁচুতে জীর্ণ এক কালভার্ট রোডের নীচের দুটি বিশাল গর্ত দিয়ে আছড়ে পড়ছে বন্যার ঘোলা জল ৷ দেখে মনে হচ্ছে যেন কোনও বাঁধ-সেতুর নীচ থেকে বার হচ্ছে জলরাশি ৷ কালভার্টের উপর দিয়েই সাইকেল নিয়ে চলে যায় এক কিশোরী ৷ তার পিঠে সম্ভবত স্কুলব্যাগ ছিল ৷ এক হাতে ছাতা ধরে, অন্য হাতে সাইকেল ধরে হেঁটে যাচ্ছিল সে ৷ নিরাপদেই সে কালভার্ট পেরিয়ে চলে যায় অন্যদিকে ৷

advertisement

বিপত্তি দেখা দেয় তার পর ৷ মেয়েটি যেদিকে যায় সেদিক থেকে এ বার কালভার্টে হাঁটতে শুরু করেন এক যুবক ৷ তাঁরও হাতে ছাতা ৷ টেরও পাননি পায়ের নীচে ওঁত পেতে আছে সাক্ষাৎ মৃত্যু৷ কালভার্ট থেকে তিনি শেষ কদম উঠিয়েছেন কি ওঠাননি, লহমার মধ্যে সেটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ৷ চূর্ণ পথের টুকরোগুলি ভেসে যায় বন্যার ঘোলা জলে পাক খেতে খেতে ৷ ঘটনার আকস্মিকতায় একইসঙ্গে বিস্মিত ও আতঙ্কিত হয়ে পড়েন ওই যুবক ৷ অল্পের জন্য তাঁর রক্ষা পাওয়ার এই ভিডিও এখন ভাইরাল ইন্টারনেটে ৷

advertisement

আরও পড়ুন :  তিনি হাসি ফোটান শিশুদের মুখে, কটনক্যান্ডিওয়ালার চোখের জলের খবর কে রাখে?

আরও পড়ুন :  নিজের বৌভাতে রক্তদান শিবিরের আয়োজন করে রক্ত দিলেন স্বয়ং পাত্র

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

চারদিন ধরে অঝোর বর্ষণের মধ্যেই অসমের বিভিন্ন অংশ থেকে বৃহস্পতিবার ভূমিধসের খবর মিলেছে৷ এর ফলে আরও জলমগ্ন হয়ে পড়েছে সে রাজ্যের নানা অঞ্চল ৷ আসমের পাশাপাশি বৃ্ষ্টিবিধ্বস্ত মেঘালয়ও৷ সে রাজ্যের চেরাপুঞ্জিতে বুধবার সকাল ৮:৩০ পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৮১১.৬ মিলিমিটার, যা রেকর্ড ৷ ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে ১৯৯৫ সালের পর থেকে চেরাপুঞ্জিতে এটাই সর্বোচ্চ বৃষ্টিপাত ৷

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video : অল্পের জন্য প্রাণরক্ষা যুবকের! শেষ কদম তোলা মাত্র কালভার্ট তলিয়ে গেল ঘূর্ণিপাকে, দেখুন রোমর্ষক ভাইরাল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল