আরও পড়ুন– ফের প্রকাশ্যে সচিন-কাম্বলি জুটি ! কাম্বলি গাইলেন গান, হাততালি দিলেন মাস্টার ব্লাস্টার
জানা গিয়েছে যে ঘটনাটি মধ্য প্রদেশের। atoz_jabalpur নামের এক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সৌজন্যে এই ঘটনা প্রকাশ্যে এসেছে। সেখানে ওই ই-রিকশা চালককে নিয়ে একটি ছোট ভিডিও পোস্ট করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে যে ওই ব্যক্তি রোজকার মতোই তাঁর গাড়ি নিয়ে বেরিয়েছেন পথে। তিনি ই-রিকশা চালাচ্ছেন, ঘটনাটি রেকর্ড করা হচ্ছে ক্যামেরায়। এবার ক্যামেরা একটু জুম করা হতেই যেখানে ওই ব্যক্তি বসে আছেন, সেই চালকের আসনের ঠিক পিছনে এক নোটিস চোখে পড়েছে। সেই নোটিসে হিন্দিতে লেখা রয়েছে- অন্তঃসত্ত্বার জন্য কোনও ভাড়া লাগবে না। এখানেই শেষ নয়, ওই ই-রিকশা চালক একই সঙ্গে তাঁর মোবাইল নম্বরও দিয়ে রেখেছেন। বুঝে নিতে অসুবিধা নেই যে কোথাও যাতায়াতের প্রয়োজন হলে তিনি অন্তঃসত্ত্বাদের বিনামূল্যে পরিষেবা দিয়ে থাকেন।
advertisement
সঙ্গত কারণেই এই ভিডিও সোশ্যাল মিডিয়ার মন জয় করে নিয়েছে। এখনও পর্যন্ত atoz_jabalpur হ্যান্ডেলের ওই ইনস্টাগ্রাম ভিডিও ৪২৪,৮৪৩ লাইক পেয়েছে। একই সঙ্গে বন্যা বয়ে গিয়েছে কমেন্টেরও। বেশিরভাগ ইউজারই এই বিষয়ে একমত যে মানবিকতা এখনও সমাজ থেকে লুপ্ত হয়ে যায়নি। আরেকজন একটু স্পষ্ট করে মন্তব্য করেছেন যে দরিদ্রের মধ্যেই বিশেষ করে এই মানবিকতা জাগ্রত রয়েছে। অন্য এক ইউজার অ্যাকাউন্ট হোল্ডারের কাছে ওই ই-রিকশা চালকের বিশদ বিবরণ চেয়েছেন, বলে তিনি তাঁকে পুরস্কৃত করবেন। নোটিসের পাশাপাশি ওই ই-রিকশা চালকের অনাবিল হাসিও মন জয় করে নিয়েছে সবার!