TRENDING:

Viral Video: বিয়ে শেষ হতেই নিজেদের গায়ে আগুন লাগিয়ে দিলেন বর-কনে! ভয়ানক ভিডিও ভাইরাল

Last Updated:

Viral Video: বিয়ে চলছিল ঠিক-ঠাক। বিয়ের শেষ হতেই নিজেদের গায়ে আগুন লাগিয়ে দিলেন বর-কনে! কেন করলেন এমন? তারপর কী হল? ভাইরাল ভয়ানক ভিডিও

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ওয়াশিংটন:  বিয়ে মানেই কিছু না কিছু মজার বিষয় সামনে আসে। সোশ্যাল মিডিয়া এবং ভাইরাল শব্দ দু'টো মানুষ জানার পর থেকে গোটা বিশ্বের অনেক কিছুই বদলেছে। আগেও মানুষের জীবনে নানা মুহূর্ত তৈরি হত। কিন্তু সে সব বন্দি করার জন্য ছিল না স্মার্ট ফোনের স্মার্ট ক্যামেরা। আজকাল যা চট করে বন্দি করা যায়। আর ছেড়ে দেওয়া যায় সোশ্যাল মাধ্যমে। আর বিয়ের মরশুম মানেই নানা ভিডিও ভাইরাল। সম্প্রতি এক যুবক-যুবতীর কাণ্ড দেখে অবাক হবে গেছে বিশ্ব।
advertisement

আমেরিকা বাসী ওই যুবক-যুবতী। বহু দিন ধরেই একে অপরকে ভালোবাসেন তাঁরা। এর পর ঠিক হয় বিয়ের দিন। সেই মতো বিয়েও হয়। কিন্তু বিয়ের পরেই নিজেদের গায়ে আগুন লাগিয়ে দেয় ওই বর-কনে। শুধু তাই নয় গায়ে আগুন লাগিয়ে বিয়ের আসর ছেড়ে ছুটে পালিয়ে যান দু'জনেই। এই ভিডিও সামনে আসতেই অবাক হয়েছেন সকলে। এমন কেন করলেন তাঁরা? বিয়ের পরে এভাবে গায়ে আগুন কেন লাগালেন?

advertisement

জানা গিয়েছে বহুদিন ধরেই নাকি এই প্ল্যান ছিল ওই যুবক-যুবতীর। বিয়ের পরেই নিজেদের গায়ে আগুন লাগিয়ে দেবেন তাঁরা। শেষ করে দেবেন নিজেদের? না বিষয়টা নিজদের শেষ করে দেওয়া নয়। বরং তাঁরা নাকি নিজেদের বিয়েতে নতুন কিছু করতে চেয়েছিলেন। এমন কিছু যা সকলকে চমকে দেবে। সেই ভাবনা থেকেই এই কাজ করেন তাঁরা। জানা গিয়েছে দু'জনেই স্টান্ট করেন। সেটাই তাঁদের পেশা। বিয়ের দিন দু'জনেই ফায়ার প্রুভ বিয়ের পোশাক পরেছিলেন। এবং সারা গায়ে অ্যান্টি বার্ন লোশন মেখে ছিলেন।

advertisement

আরও পড়ুন: 'ল্যান্ড করা দো' ভাইরাল যুবকের সঙ্গে প্যারাগ্লাইডিং করলেন আলিয়া ভাট! মাঝ আকাশে খাওয়ালেন চকলেট!

সেরা ভিডিও

আরও দেখুন
নদী নাকি শুকিয়ে যাওয়া জমি ধরতে পারবেন! ইছামতীর প্রাণ ফেরাতে দারুণ উদ্যোগ
আরও দেখুন

বিয়ের পর গায়ে আগুন লাগিয়েই আসর থেকে ছুটে পালাতে থাকেন তাঁরা। যা দেখে প্রথমে উপস্থিত অতিথিরাও ভয় পেয়ে যান। আগে থেকেই আগুন নেভানোর ব্যবস্থা করে রেখেছিলেন তাঁরা। এর পর আগুন নিভিয়েও দেওয়া হয়। একটি হলিউড সিনেমা থেকেই এই বুদ্ধি মাথায় আসে দম্পতির। যদিও তাঁরা সকলকে বলেছেন, এই চেষ্টা যেন কেউ না করেন। সোশ্যাল মাধ্যমে কিছু মানুষ তাঁদের সাহসীকতার প্রশংসাও করেছেন। আর এক দল মানুষ করেছেন সমালোচনা।

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: বিয়ে শেষ হতেই নিজেদের গায়ে আগুন লাগিয়ে দিলেন বর-কনে! ভয়ানক ভিডিও ভাইরাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল