চরম ভাইরাল হয়ে যাওয়া এই ভিডিওতে দেখা যায়, ছেলেটি দোকানের ভিতরে বসার সঙ্গে সঙ্গেই ওপরের দিকে কিছু একটা নড়াচড়া ((Viral Video Cobra) করছে এমনটা দেখতে পায় সে। তবে তৎক্ষণাৎ সময় নষ্ট না করে দোকান থেকে পালিয়ে যায় ছেলেটি। ঠিক সেসময়ই দোকানের ওপর থেকে ইঁদুরটি নীচে পড়ে যায়। সাপটি পাকড়াও করতে ইঁদুরের পিছু ধাওয়া করে। তবে কিছুতেই ইঁদুরের পিছু ছাড়ে না সাপটি ((Viral Video Cobra)। উপস্থিত বুদ্ধির জোরে সাপের কামড়ের হাত থেকে রক্ষা পায় ও কিশোর।
advertisement
আরও পড়ুন : 'দাঁত কেলিয়ে' সাপকে হাসতে দেখেছেন? বিশ্ব কাঁপানো সেই ছবিই মন জয় করেছে সকলের, দেখুন
এই ভিডিওটি ২০২১ সালের ৬ সেপ্টেম্বর রাইসেন জেলার ওবায়দুল্লাগঞ্জের জনৈক চৌহান ধাবার বলে এক ব্যক্তির বলে জানা গিয়েছে। নেহাতই বরাত জোরেই সেদিন ভয়াবহ সাপের কামড়ের হাত থেকে ছেলেটি বেঁচে যায় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। সাপটির সামনে পড়ে গেলে মৃত্যু আটকানো প্রায় অসম্ভব হয়ে পড়তো বলেই এলাকার মানুষের বয়ান। গোটা ঘটনাটি দোকানে লাগানো সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে।
ঘটস্থলের ধাবা অপারেটর কল্যাণ সিং চৌহান বলেন, "কিছুদিন আগে ছেলেটি পানের দোকানে বসেছিল। কিছু একটা নড়াচড়া করতে দেখে তিনি বেরিয়ে আসেন। তখন সাপটি ওপর থেকে নীচে পড়ে যায়। ঈশ্বরের কৃপায় ছেলেটি রক্ষা পেয়েছে।"
আরও পড়ুন : বন্ধ নাক খুলতে দারুণ কাজে দেয় যৌন সঙ্গম! আজব আবিষ্কারে গবেষক পেলেন Ig Nobel Prize...
ভাইরাল ভিডিওটিতে দেখা গিয়েছে সাপটি অত্যন্ত দ্রুত গতিতে দোকানময় ঘুরতে থাকে তার খাদ্য ওই পালিয়ে যাওয়া ইঁদুরটির খোঁজে। তবে ইঁদুরটি সে যাত্রা রক্ষা পেল কিনা সে বিষয়ে কিছু জানা যায়নি।