আরও পড়ুন-বাঁকুড়া থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে সায়ন্তিকার গাড়ি ! জখম তৃণমূল নেত্রী
সবাই তখন মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে ৷ এত সুন্দর আর এত বড় কেক এভাবে নষ্ট ! ভাবা যায় না ৷ মাথায় হাত বর-বউয়েরও ৷ কারণ সবে কেকটা কাটার জন্য তাঁরা প্রস্তুত হচ্ছিলেন, আর সেই সময়েই এই ঘটনা ৷ কিন্তু বিষয়টা যে আসলে কী, তা জানা যায় কিছুক্ষণের মধ্যেই ৷ আসলে এটা ছিল একটা ‘প্র্যাঙ্ক’ ৷ পাত্রীর নির্দেশেই এমনটা করেছিলেন হোটেলের কর্মীরা ৷ কারণ আসল কেকটা রাখা ছিল অন্য জায়গায় ৷
আরও পড়ুন-রোম্যান্টিক ভিডিও থেকে কমেডি! ডান্স ফ্লোরে ধরাশায়ী হলেন স্বামী-স্ত্রী!
বিশাল কেকটাকে এভাবে পড়ে যেতে দেখে সবাই প্রথমে চমকে উঠেছিলেন ৷ তারপরেই আসল বিষয়টা জানতে পেরে অতিথিরা বলে ওঠেন, ‘‘থ্যাঙ্ক গড ইট ওয়াজ আ প্র্যাঙ্ক... !!’’ অর্থাৎ ভাগ্যিস এটা একটা মজা করে করা হয়েছিল ! এত সুন্দর কেকটাকে নষ্ট হতে দেখে সবার চোখেই জল চলে এসেছিল ৷ কিন্তু বাস্তবে যে এটা স্রেফ মজা করার জন্যই করা হয়েছিল, সেটা জানার পর সকলেই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ৷