TRENDING:

Viral Video: সেলিব্রেশনের জন্য প্রস্তুত বর-কনে, বিশাল কেক হাত থেকে পড়ে গেল হোটেল কর্মীদের ! দেখুন ভাইরাল ভিডিও

Last Updated:

Viral Video of Wedding Cake: দুর্দান্ত দেখতে ওই বিশাল কেকের দিকেই ছিল সবার নজর ৷ কিন্তু তারপরেই যা ঘটল, সবাই দেখে চমকে উঠলেন ৷ আনতে গিয়ে ব্যালেন্স হারিয়ে হোটেল কর্মীদের হাত থেকে পড়ে গেল ওই কেক ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বিয়েতে কেক কেটে সেলিব্রেশন হবে ৷ তার জন্য পাঁচ তলা বিশাল কেকের অর্ডার করা হয়েছিল ৷ হোটেলের ব্যাঙ্কোয়েট হলে বর-কনে কেক কাটার জন্য রেডি হচ্ছেন ৷ সেইসময় হাতে করে কেক নিয়ে আসেন হোটেলের দুই কর্মী ৷ দুর্দান্ত দেখতে ওই বিশাল কেকের দিকেই ছিল সবার নজর ৷ কিন্তু তারপরেই যা ঘটল, সবাই দেখে চমকে উঠলেন ৷ আনতে গিয়ে ব্যালেন্স হারিয়ে হোটেল কর্মীদের হাত থেকে পড়ে গেল ওই কেক (Viral Video) !
Photo: Instagram
Photo: Instagram
advertisement

আরও পড়ুন-বাঁকুড়া থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে সায়ন্তিকার গাড়ি ! জখম তৃণমূল নেত্রী

সবাই তখন মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে ৷ এত সুন্দর আর এত বড় কেক এভাবে নষ্ট ! ভাবা যায় না ৷ মাথায় হাত বর-বউয়েরও ৷ কারণ সবে কেকটা কাটার জন্য তাঁরা প্রস্তুত হচ্ছিলেন, আর সেই সময়েই এই ঘটনা ৷ কিন্তু বিষয়টা যে আসলে কী, তা জানা যায় কিছুক্ষণের মধ্যেই ৷  আসলে এটা ছিল একটা ‘প্র্যাঙ্ক’ ৷ পাত্রীর নির্দেশেই এমনটা করেছিলেন হোটেলের কর্মীরা ৷ কারণ আসল কেকটা রাখা ছিল অন্য জায়গায় ৷

advertisement

আরও পড়ুন-রোম্যান্টিক ভিডিও থেকে কমেডি! ডান্স ফ্লোরে ধরাশায়ী হলেন স্বামী-স্ত্রী!

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘায় তো অনেকবার এসেছেন! কিন্তু জানেন কি দিঘায় প্রথম খাবারের হোটেল কোনটি বলতে পারলে আপনি
আরও দেখুন

বিশাল কেকটাকে এভাবে পড়ে যেতে দেখে সবাই প্রথমে চমকে উঠেছিলেন ৷ তারপরেই আসল বিষয়টা জানতে পেরে অতিথিরা বলে ওঠেন, ‘‘থ্যাঙ্ক গড ইট ওয়াজ আ প্র্যাঙ্ক... !!’’ অর্থাৎ ভাগ্যিস এটা একটা মজা করে করা হয়েছিল ! এত সুন্দর কেকটাকে নষ্ট হতে দেখে সবার চোখেই জল চলে এসেছিল ৷ কিন্তু বাস্তবে যে এটা স্রেফ মজা করার জন্যই করা হয়েছিল, সেটা জানার পর সকলেই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ৷

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: সেলিব্রেশনের জন্য প্রস্তুত বর-কনে, বিশাল কেক হাত থেকে পড়ে গেল হোটেল কর্মীদের ! দেখুন ভাইরাল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল