কলকাতা: বাঁকুড়া থেকে কলকাতায় ফেরার পথে দুর্ঘটনার কবলে তৃণমূলের রাজ্য সম্পাদিকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। বেশ কয়েকদিন ধরে বাঁকুড়ায় বিভিন্ন দলীয় কর্মসূচি সেরে আজ, বৃহস্পতিবার ভোর বেলা কলকাতায় ফেরার পথে তাঁর গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে (Sayantika Banerjee Accident)।
আরও পড়ুন-এলপিজি গ্রাহকদের জন্য সুখবর, জানুন কেন্দ্রীয় সরকারের নতুন প্রকল্প নিয়ে এক ঝলকে
পানাগড়ের কাছে রাজবাঁধের ওভার ব্রিজে একটা ১২ চাকার লরি সায়ন্তিকার গাড়িতে ধাক্কা মারে বলে জানা গিয়েছে। যদিও দুর্ঘটনার পর গাড়িতে থাকা কারোরই বড়সড় আঘাত লাগেনি ৷ সকলেই সুস্থ রয়েছেন ৷ তবে গাড়িটির ডানদিকের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। চালক ও লরিটিকে আটক করেছে কাঁকসা থানার পুলিশ (Sayantika Banerjee Car Accident) ৷
এদিন সকাল ৬ টা ১৫ মিনিট নাগাদ পশ্চিম বর্ধমানের রাজবাঁধ এলাকায় আচমকা পিছন দিকে থেকে এসে সায়ন্তিকার গাড়িতে থাকা দেয় ১২ চাকার একটি লরি। ব্যাপক ক্ষতি হয় গাড়িটির। দুমড়ে যায় একাংশ। দুর্ঘটনায় তৃণমূল নেত্রী তথা অভিনেত্রীর হাতে গুরুতর চোট লেগেছে বলে জানা গিয়েছে। সায়ন্তিকার পাশাপাশি চোট পেয়েছেন গাড়িতে থাকা বাকীরাও ৷
দুর্ঘটনার পর কলকাতায় এখন না ফেরারই সিদ্ধান্ত নেন সায়ন্তিকা। তিনি জানিয়েছেন, আপাতত বাঁকুড়াতেই ফিরে যাচ্ছেন তিনি। সেখান থেকে কবে কলকাতা ফিরবেন সায়ন্তিকা, সে বিষয় কোনও কিছু জানাননি তিনি।
আরও পড়ুন-৫৪ পয়সার স্টক হয়েছে ৫৭.৩৫ টাকা; বিনিয়োগকারীদের ১ লাখ টাকা হয়েছে পুরো ১ কোটি টাকা!
এদিকে নিজের পাড়ায় তৃণমূলের কটাক্ষের শিকার হলেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা। মঙ্গলবার নিজের বিধায়ক কার্যালয়ে যাওয়ার পথে তাঁর উদ্দেশে তৃণমূলের মিছিল থেকে ‘চোর চোর চোরটা’ স্লোগান ওঠে। তাতে গলা মেলালেন মিছিলের নেতৃত্বে থাকা তৃণমূলের রাজ্য সম্পাদিকা তথা অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ও। বাঁকুড়া শহরে এই ঘটনা নিয়ে শুরু হয়েছে শাসক-বিরোধীর তরজা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Accident, Sayantika Banerjee