Sayantika Banerjee Accident: বাঁকুড়া থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে সায়ন্তিকার গাড়ি ! জখম তৃণমূল নেত্রী
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Sayantika Banerjee Car Accident: বাঁকুড়ায় বিভিন্ন দলীয় কর্মসূচি সেরে আজ, বৃহস্পতিবার ভোর বেলা কলকাতায় ফেরার পথে সায়ন্তিকার গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে ৷
কলকাতা: বাঁকুড়া থেকে কলকাতায় ফেরার পথে দুর্ঘটনার কবলে তৃণমূলের রাজ্য সম্পাদিকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। বেশ কয়েকদিন ধরে বাঁকুড়ায় বিভিন্ন দলীয় কর্মসূচি সেরে আজ, বৃহস্পতিবার ভোর বেলা কলকাতায় ফেরার পথে তাঁর গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে (Sayantika Banerjee Accident)।
পানাগড়ের কাছে রাজবাঁধের ওভার ব্রিজে একটা ১২ চাকার লরি সায়ন্তিকার গাড়িতে ধাক্কা মারে বলে জানা গিয়েছে। যদিও দুর্ঘটনার পর গাড়িতে থাকা কারোরই বড়সড় আঘাত লাগেনি ৷ সকলেই সুস্থ রয়েছেন ৷ তবে গাড়িটির ডানদিকের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। চালক ও লরিটিকে আটক করেছে কাঁকসা থানার পুলিশ (Sayantika Banerjee Car Accident) ৷
advertisement
advertisement
এদিন সকাল ৬ টা ১৫ মিনিট নাগাদ পশ্চিম বর্ধমানের রাজবাঁধ এলাকায় আচমকা পিছন দিকে থেকে এসে সায়ন্তিকার গাড়িতে থাকা দেয় ১২ চাকার একটি লরি। ব্যাপক ক্ষতি হয় গাড়িটির। দুমড়ে যায় একাংশ। দুর্ঘটনায় তৃণমূল নেত্রী তথা অভিনেত্রীর হাতে গুরুতর চোট লেগেছে বলে জানা গিয়েছে। সায়ন্তিকার পাশাপাশি চোট পেয়েছেন গাড়িতে থাকা বাকীরাও ৷
advertisement
দুর্ঘটনার পর কলকাতায় এখন না ফেরারই সিদ্ধান্ত নেন সায়ন্তিকা। তিনি জানিয়েছেন, আপাতত বাঁকুড়াতেই ফিরে যাচ্ছেন তিনি। সেখান থেকে কবে কলকাতা ফিরবেন সায়ন্তিকা, সে বিষয় কোনও কিছু জানাননি তিনি।
এদিকে নিজের পাড়ায় তৃণমূলের কটাক্ষের শিকার হলেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা। মঙ্গলবার নিজের বিধায়ক কার্যালয়ে যাওয়ার পথে তাঁর উদ্দেশে তৃণমূলের মিছিল থেকে ‘চোর চোর চোরটা’ স্লোগান ওঠে। তাতে গলা মেলালেন মিছিলের নেতৃত্বে থাকা তৃণমূলের রাজ্য সম্পাদিকা তথা অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ও। বাঁকুড়া শহরে এই ঘটনা নিয়ে শুরু হয়েছে শাসক-বিরোধীর তরজা।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 09, 2021 9:38 AM IST