TRENDING:

Viral Video: লাল শাড়ি পরে হৃত্বিক রোশনের ‘ব্যাং ব্যাং’ গানে অদ্ভূত নাচ ‘আন্টি’-র ! বিয়ে বাড়ির ভিডিও ভাইরাল

Last Updated:

Viral Video of Aunty Dancing in a Wedding: নেটিজেনরা অনেকেই কমেন্ট করেন, আন্টিজি কিছু খেয়ে নেন নি তো ? অনেকেই বলেন হয়তো উনি নেশা করেছেন ৷ তাই এরকম নাচ ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: বিয়ের মরশুম এতদিন চলেছে ৷ করোনার আতঙ্ক ভুলে সেজেগুজে অতিথিরা বিয়ে বাড়ি ভালোমতোই এনজয় করছেন ৷ খাওয়া দাওয়া তো আছেই, সঙ্গে নাচ, গান অন্তাক্ষরীর আসর- কোনও কিছুই বাদ ছিল না ৷ পৌষ মাস পড়ে গিয়েছে ৷ এর মধ্যে আর কোনও বিয়ে নেই ৷ বিবাহ অনুষ্ঠান আবার ১৪ জানুয়ারির পরে ৷ তবে এরই মধ্যে বিভিন্ন বিয়ে বাড়ির অনুষ্ঠানের ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে (Viral Video) ৷ যার মধ্যে দেখা গিয়েছে এক মহিলাকে হৃত্বিক রোশন-ক্যাটরিনা কাইফের সুপারহিট গান ‘ব্যাং ব্যাং’-এ নাচতে (Viral Video of Aunty Dancing in a Wedding) ৷
Photo: Twitter
Photo: Twitter
advertisement

আরও পড়ুন-‘Alexa’-র মাধ্যমে ৩ বছরের শিশু অনলাইনে যা অর্ডার করল, দেখে সবারই চক্ষু চড়কগাছ !

সে নাচ আবার যেমন তেমন নয় ৷ একেবারে মাটিতে বসে পড়ে নাচ ৷ শাড়ি পরে ‘আন্টি’ যে নাচটা নেচেছেন, স্বয়ং হৃত্বিক রোশন দেখলেও চমকে উঠবেন ৷ বয়স্ক ওই মহিলাকে শাড়ি পরে ওরকম নাচতে দেখে প্রত্যেকেই হাততালি দিয়ে তাঁকে উৎসাহ দেন ৷ এই নাচের ভিডিও নেট মাধ্যমে ভাইরাল হতে বেশি সময় লাগেনি ৷

advertisement

আরও পড়ুন-ব্রা না পরে ফটোশ্যুট ! নেটিজেনদের বিদ্রুপের শিকার অভিনেত্রী, দেখুন ভিডিও

সেরা ভিডিও

আরও দেখুন
ঘরে বসে এইভাবে হচ্ছে 'মোটা' ইনকাম, পথ দেখাচ্ছেন গৃহবধূ! বড় সুযোগ মিস করবেন না
আরও দেখুন

নেটিজেনরা অনেকেই কমেন্ট করেন, আন্টিজি কিছু খেয়ে নেন নি তো ? অনেকেই বলেন হয়তো উনি নেশা করেছেন ৷ তাই এরকম নাচ ৷ আর এ ভাবে বিয়েবাড়িতে বয়স্ক কোনও মহিলাকে নাচতে খুব একটা দেখা যায় না ৷ রীতিমতো সবাইকে চমকেই দিয়েছেন আন্টিজি !

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: লাল শাড়ি পরে হৃত্বিক রোশনের ‘ব্যাং ব্যাং’ গানে অদ্ভূত নাচ ‘আন্টি’-র ! বিয়ে বাড়ির ভিডিও ভাইরাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল