TRENDING:

Viral Video: ‘ড্রাইভারলেস বাইক’ ! চালকের আসনে নয়, পিছনে বসেই দিব্যি চলছে সেটি, আনন্দ মাহিন্দ্রা শেয়ার করলেন ভাইরাল ভিডিও

Last Updated:

Anand Mahindra shares video of man riding driverless motorcycle: হঠাৎ করে দেখলে মনে হবে, এটা কী করে সম্ভব ৷ কিন্তু এই ধরণের স্টান্ট ভারতের রাস্তায় অনেকেই যে দেখিয়ে থাকেন, সে ব্যাপারে কোনও সন্দেহ নেই ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা (Anand Mahindra) অনেক সময়েই অনেক মজার, মনে প্রভাব ফেলার মতো ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ায় ৷ তবে এই বার যে ভিডিও (Viral Video) তিনি শেয়ার করেছেন, সেটা দেখলে চমকেই উঠতে হয় ৷ ভিডিওতে দেখা যাচ্ছে, একজন ব্যক্তি মোটরবাইকের পিছনের সিটে বসে যাচ্ছেন ৷ কিন্তু বাইকের চালকের আসনে কেউ নেই ! বলা যেতে পারে নিজে নিজেই চলছে বাইকটি ৷ হঠাৎ করে দেখলে মনে হবে, এটা কী করে সম্ভব ৷ কিন্তু এই ধরণের স্টান্ট ভারতের রাস্তায় অনেকেই যে দেখিয়ে থাকেন, সে ব্যাপারে কোনও সন্দেহ নেই ৷ কারণ এমন ভিডিও আগেও বেশ কয়েকবার দেখা গিয়েছে ৷
Photo: Twitter
Photo: Twitter
advertisement

advertisement

আনন্দ মাহিন্দ্রার শেয়ার করা এই ভিডিও দেখে অনেকেই অবশ্য বলছেন, এমন স্টান্টের ভিডিও শেয়ার করা উচিৎ হয়নি ৷ কারণ এটা দেখে কেউ এর নকল করতে চাইলে মোটেই ভালো হবে না ৷ নেটিজেনরা বিভিন্ন ধরণের মন্তব্য করেছেন ভিডিওটি দেখে ৷ কেউ কেউ আনন্দ মাহিন্দ্রাকে উদ্দেশ্য করে বলেছেন, ‘স্যর এই ধরণের ভিডিও শেয়ার করবেন না ৷ এই ধরণের ভিডিও প্রোমোট করা উচিৎ না ৷’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

অনেকের মতে, ভারতের রাস্তায় এলন মাস্ক ড্রাইভারলেস গাড়ি আনার কথা বলছেন, গাড়িগুলি রাস্তায় নামার পর ‘মোশনলেস’ না হয়ে পড়ে ! কারণ ভারতের অধিকাংশ শহরের ব্যস্ত রাস্তায় ড্রাইভারলেস গাড়িতে চড়া মানে নিজের বিপদ নিজেই ডেকে আনা ৷

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: ‘ড্রাইভারলেস বাইক’ ! চালকের আসনে নয়, পিছনে বসেই দিব্যি চলছে সেটি, আনন্দ মাহিন্দ্রা শেয়ার করলেন ভাইরাল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল