advertisement
আনন্দ মাহিন্দ্রার শেয়ার করা এই ভিডিও দেখে অনেকেই অবশ্য বলছেন, এমন স্টান্টের ভিডিও শেয়ার করা উচিৎ হয়নি ৷ কারণ এটা দেখে কেউ এর নকল করতে চাইলে মোটেই ভালো হবে না ৷ নেটিজেনরা বিভিন্ন ধরণের মন্তব্য করেছেন ভিডিওটি দেখে ৷ কেউ কেউ আনন্দ মাহিন্দ্রাকে উদ্দেশ্য করে বলেছেন, ‘স্যর এই ধরণের ভিডিও শেয়ার করবেন না ৷ এই ধরণের ভিডিও প্রোমোট করা উচিৎ না ৷’’
advertisement
অনেকের মতে, ভারতের রাস্তায় এলন মাস্ক ড্রাইভারলেস গাড়ি আনার কথা বলছেন, গাড়িগুলি রাস্তায় নামার পর ‘মোশনলেস’ না হয়ে পড়ে ! কারণ ভারতের অধিকাংশ শহরের ব্যস্ত রাস্তায় ড্রাইভারলেস গাড়িতে চড়া মানে নিজের বিপদ নিজেই ডেকে আনা ৷
Location :
First Published :
October 21, 2021 7:07 AM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: ‘ড্রাইভারলেস বাইক’ ! চালকের আসনে নয়, পিছনে বসেই দিব্যি চলছে সেটি, আনন্দ মাহিন্দ্রা শেয়ার করলেন ভাইরাল ভিডিও