ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, জলের মধ্যে বসে রয়েছে একটি অ্যানাকোন্ডা। সেন্ট্রাল ব্রাজিলের একটি রাজ্য গোয়েইসে গত ৩০ জুন এমন ঘটনা ঘটে। আরাগুয়েইয়া নদীতে একদল পর্যটক একটি বোটে বেড়াতে গিয়েছিলেন। সেখানেই ঘটে এমন ভয়ঙ্কর কাণ্ড। প্রায় ২০ সেকেন্ডের ভিডিওতে দেখা গিয়েছে গুটিয়ে একটি কাঠের পাটাতনের শুয়ে রয়েছে অ্যানাকোন্ডা।
আরও পড়ুন: সাদা বডিকন ড্রেসে নজরকাড়া অনন্যা, ছবি দেখে কুপোকাত ভক্তরা
advertisement
আরও পড়ুন: শিনজো আবের মৃত্যুতে মর্মাহত মোদির ঘোষণা, শনিবার ভারতে জাতীয় শোক!
স্যাভেরিনো নামে এক ব্যক্তি ক্যামেরা ফোকাস করলে অ্যানাকোন্ডাটি আচমকাই লাফিেয় ওঠে স্যাভেরিনোর দিকে। কিন্তু নিমেষের মধ্যে সেটি জলের মধ্যে মিলিয়েও যায়। ছোবল দিলেও সেটি কোনওক্রমে স্যাভেরিনোর চামড়া ভেদ করতে পারেনি। ফলে প্রাণে বেঁচে গিয়েছেন তিনি। এই ভিডিওটিই এবার ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
জানা গিয়েছে, ৩০ ফুট লম্বা ছিল ওই সাপটি। ওজন প্রায় ৫৫০ পাউন্ড। দক্ষিণ আমেরিকার বোয়া পরিবারের সবুজ অ্যানাকোন্ডা বিশ্বের সবচেয়ে বড় সাপ। মহিলা অ্যানাকোন্ডা পুরুষদের থেকে লম্বা হয় অনেক বেশি। অ্যামাজনের রেইন ফরেস্টে সবচেয়ে বেশি পাওয়া যায় এই সাপ।