TRENDING:

হোস্টেলে ফ্রিজ নেই, কুলারকেই রেফ্রিজারেটর বানিয়ে নিলেন পড়য়ারা ! ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

Last Updated:

প্রয়াগরাজের একটি হোস্টেলের ছাত্রছাত্রীরা কুলারকেই বদলে দিয়েছেন ফ্রিজে। যা দেখে তাজ্জব হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
এলাহাবাদ: ভারতীয়রা ‘জুগাড়’-এ দড়। এই বিষয়ে প্রশ্নাতীত দক্ষতা রয়েছে সবার। চাহিদা পূরণ করতে ঠিক কোনও না কোনও পথ বের করে নেয় তারা। আর এই করতে গিয়েও খুলে যায় উদ্ভাবনের নতুন দুনিয়া।
হোস্টেলে ফ্রিজ নেই, কুলারকেই রেফ্রিজারেটর বানিয়ে নিলেন পড়য়ারা !
হোস্টেলে ফ্রিজ নেই, কুলারকেই রেফ্রিজারেটর বানিয়ে নিলেন পড়য়ারা !
advertisement

দরিদ্র পরিবার থেকে পড়াশোনার জন্য বাইরে আসা ছাত্রছাত্রীদের আবার তা না করে উপায়ও থাকে না। সম্প্রতি সেরকমই একটি জুগাড়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। গরমের দিনে হোস্টেলে আরামে সময় কাটানোর অদ্ভুত উপায় বের করেছেন তাঁরা।

আরও পড়ুন- হাত ধরাধরি করে থানায় এসে দুই মেয়ে বলল, ‘স্যার, আমাদের বিয়ের ব্যবস্থা করুন’, তারপর যা হল…

advertisement

বর্তমানে গোটা দেশেই প্রচণ্ড গরম। বর্ষার আশায় হা-পিত্যেস করে বসে আছে আমজনতা। সামর্থ্য অনুযায়ী গরম থেকে মুক্তির উপায় খুঁজছেন সবাই। কেউ এসি লাগিয়েছেন, কেউ কুলার। কিন্তু পড়াশোনার জন্য যাঁদের বাইরে থাকা, তাঁদের বুঝেশুনে চলতে হয়। হাতে সবসময় টাকা থাকে না। এসি বা ফ্রিজ তাঁদের নাগালেরই বাইরে। কিন্তু প্রয়াগরাজের একটি হোস্টেলের ছাত্রছাত্রীরা কুলারকেই বদলে দিয়েছেন ফ্রিজে। যা দেখে তাজ্জব হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া।

advertisement

আরও পড়ুন– নতুন করে প্রেমে পড়তে চলেছেন অনন্যা; তাঁর থেকে বয়সে ছোট প্রেমিকটি কে? এই অসম প্রেম নিয়ে যা বললেন অভিনেত্রী…

কুলার হল ফ্রিজ: গরমে খাবারদাবার তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এবেলার রান্না করা তরকারি, ওবেলা আর খাওয়া যায় না। গরমে টকে যায়। দই, মিষ্টিরও একই অবস্থা হয়। এই সমস্যার সমাধান খুঁজে বের করেছেন প্রয়াগরাজের হোস্টেলের পড়ুয়ারা। হস্টেলে ফ্রিজ নেই। তাতে কী! কুলার তো রয়েছে। ব্যস, তাঁরা কুলারকেই বদলে দিয়েছেন ফ্রিজে। হ্যাঁ, কুলার চলছে, ঘর ঠান্ডা হচ্ছে। আবার একই সঙ্গে কুলারের ভিতর দই, মিষ্টি, তরকারি রাখছেন পড়ুয়ারা।

advertisement

দীর্ঘ সময় তাজা থাকে খাবারদাবার: পড়ুয়াদের এই ‘জুগাড়’-এ হইচই পড়ে গিয়েছে। কুলারের ভিতরে ফল, শাকসবজি দীর্ঘক্ষণ তাজা থাকছে। তাড়াতাড়ি নষ্ট হচ্ছে না। তাছাড়া দই বা ফলমূল ঠান্ডাও থাকছে। এই জুগাড় সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা মাত্র ভাইরাল হয়ে যায়। ‘এলাহাবাদি দিমাগ’-এর প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। এখনও পর্যন্ত লক্ষাধিক ভিউ হয়েছে ভিডিওটির। কমেন্টে এক ইউজার লিখেছেন, “এ তো শুধু কুলার নয়। বরং কুলার আর ফ্রিজের কম্বো”। আরেকজন এমন কৌশল দেখে মোহিত হয়ে গিয়েছেন, তিনি লিখেছেন, “আহা, কী কৌশল। আমিও বাড়িতে করে দেখব”।

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
হোস্টেলে ফ্রিজ নেই, কুলারকেই রেফ্রিজারেটর বানিয়ে নিলেন পড়য়ারা ! ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল