TRENDING:

Viral Video: টুয়েলভথ পাশ গ্রামের মহিলা, ইংল্যান্ডের যুবকের সঙ্গে দাপিয়ে কথা বললেন ইংরেজিতে! ভাইরাল ভিডিও

Last Updated:

UP News: আগ্রা ফোর্ট দেখতে এসেছিলেন গ্রামের এক মহিলা। ফোর্টে ঘোরাঘুরির সময় দেখা হয় বিদেশি যুবকের সঙ্গে। তিনি এসেছেন ইংল্যান্ড থেকে। ভাইরাল ভিডিও-তে দেখা যাচ্ছে, ওই বিদেশি যুবকের সঙ্গে বসে আড্ডা দিচ্ছেন গ্রামের মহিলা। ঘণ্টার পর ঘণ্টা কথা বলছেন দু’জনে। যেন কতদিনের বন্ধু।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আগ্রা: উত্তর প্রদেশের এক মহিলার ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। না দুর্দান্ত নেচেছেন, না গেয়েছেন গান। তিনি শুধু কথা বলেছেন এক যুবকের সঙ্গে, একেবারে নির্ভেজাল আড্ডা। তাতেই মুগ্ধ নেটিজেনরা। ব্যাপারটা কী?
টুয়েলভথ পাশ গ্রামের মহিলা, ইংল্যান্ডের যুবকের সঙ্গে দাপিয়ে কথা বললেন ইংরেজিতে! ভাইরাল ভিডিও
টুয়েলভথ পাশ গ্রামের মহিলা, ইংল্যান্ডের যুবকের সঙ্গে দাপিয়ে কথা বললেন ইংরেজিতে! ভাইরাল ভিডিও
advertisement

এক বছর আগের ঘটনা। আগ্রা ফোর্ট দেখতে এসেছিলেন গ্রামের এক মহিলা। ফোর্টে ঘোরাঘুরির সময় দেখা হয় বিদেশি যুবকের সঙ্গে। তিনি এসেছেন ইংল্যান্ড থেকে। ভাইরাল ভিডিও-তে দেখা যাচ্ছে, ওই বিদেশি যুবকের সঙ্গে বসে আড্ডা দিচ্ছেন গ্রামের মহিলা। ঘণ্টার পর ঘণ্টা কথা বলছেন দু’জনে। যেন কতদিনের বন্ধু।

আরও পড়ুন– ‘মহিলা পুলিশ হয়ে স্বামীর গায়ে হাত তুললেন…’! রাস্তায় দাঁড়িয়ে অফিসারের ক্লাস নিলেন বিবাহিত মহিলা

advertisement

কী নিয়ে কথা হচ্ছিল দুজনের? জানা গিয়েছে, ওই মহিলার নাম যশোদা লোধি। পেশায় কনটেন্ট ক্রিয়েটর। ফাঙ্কি রিল এবং নাচের ভিডিও বানান। শুধু তাই নয়, যশোদা ইন্টারনেটে ইংরেজিও শেখান। তাঁর অনেক রিলস সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

দ্বাদশ পাশ মহিলা চমকে দিয়েছেন ইংরেজি বোদ্ধাদের: যশোদা টুয়েল্ভথ পাস। তবে দ্বাদশ শ্রেণী পর্যন্তই পড়াশোনা করছেন। কিন্তু ইংরেজিতে কথা বলতে পারেন অনর্গল। এটাই তাঁর ইউএসপি। মহিলাদের ইংরেজি বলতে শেখানোর ভিডিও নিয়মিত আপলোড করেন। জলের মতো করে বোঝান ইংরেজি ব্যাকরণ, টেন্স।

advertisement

শিক্ষাগত যোগ্যতার কথা একাধিক ভিডিওতে নিজেই জানিয়েছেন যশোদা। তবে দ্বাদশ পাস মহিলার ইংরেজি শেখানোর পদ্ধতি চমকে দিয়েছে জ্ঞানীগুণীদেরও। প্রতিটা ভিডিও-র শুরুতে তিনি বলেন, “আসুন, এর সঙ্গে সম্পর্কিত কিছু শিখি”।

আরও পড়ুন– মাত্র ৫০০০ টাকা নিয়ে এসেছিলেন স্বপ্ননগরীতে! নোরা ফতেহির লড়াইয়ের কাহিনি চোখে জল আনবে

advertisement

এভাবেই চলে ইংরেজি চর্চা: নিজের ইউটিউব চ্যানেলে আপলোড করা একটি ভিডিওতে অকপটে যশোদা বলেছেন, “আমি ইংরেজির শিক্ষক নই। শুধু এই ভাষাটা শেখার চেষ্টা করি। ভিডিও-র মাধ্যমে ইংরেজি বলার অভ্যাস করি। কারণ বাড়িতে বা আশপাশে কারও সঙ্গে ইংরেজিতে কথা বলার উপায় নেই। তাই আমি ভেবেছিলাম, ভিডিও তৈরি এবং আপলোড করলে ইংরেজি বলার অভ্যাস হবে”।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ইংরেজের সঙ্গে ইংরেজিতে কথা: মজার বিষয় হল, যশোদা আগ্রা ফোর্ট দেখতে গিয়ে এক ইংরেজের সঙ্গে ইংরেজিতে কথা বলেন। ইংল্যান্ডের সেই যুবকের সঙ্গে কথোপকথনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন তিনি।

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: টুয়েলভথ পাশ গ্রামের মহিলা, ইংল্যান্ডের যুবকের সঙ্গে দাপিয়ে কথা বললেন ইংরেজিতে! ভাইরাল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল