মাঝখানে অবশ্য ভুবনের মতোই ভাইরাল গায়কের খোঁজ মিলেছিল দেশের আরেক প্রান্তে। তিনি পেশায় একজন পেয়ারা বিক্রেতা। ফল বিক্রি করার ফাঁকে তাঁর গাওয়া গান ভাইরাল (Viral Video) হয়েছিল ‘কাঁচা বাদাম’ এর মতোই। রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তি। এবার ফের নেটপাড়ায় ভাইরাল (Viral Grape Seller) হয়েছেন এক আঙুর বিক্রেতা। কী ভাবে হলেন ভাইরাল? শুনুন...
advertisement
এমনই একটি ভিডিও ভাইরাল (Viral Grape Seller) হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে, গান গেয়ে গেয়েই ঠেলায় করে কালো আঙুর বিক্রি করছেন ওই বিক্রেতা। আর সেই ভিডিওটিই (Viral Video) পাগলের মতো শেয়ার করছেন নেট নাগরিকরা। ইতিমধ্যেই ১ লক্ষ ভিউ হয়ে গিয়েছে ভিডিওটির। কাঁচা পেয়ারার মতো আঙুর নিয়ে এই গানটিও একই রকম ভাইরাল হয়েছে নেটপাড়ায়।
আরও পড়ুন : দুই সতীনের ভাগাভাগি! স্বামীকে 'শেয়ার' করে নিলেন দুই স্ত্রী! কে কী পেলেন? শুনলে চমকে যাবেন
এর আগে ঠেলাগাড়িতে কাঁচা পেয়ারা বিক্রি করতে করতে গান গাইতে দেখা গিয়েছিল ওই ব্যক্তিকে। পেয়ারা বিক্রি করার ফাঁকে ফাঁকে সুরেলা গলায় গান গাইছিলেন তিনি। ভাষাটা শুধু হিন্দি। ওই পেয়ারা বিক্রেতার নাম কী বা তিনি কোথাকার বাসিন্দা সেটা এখনও জানা না গেলেও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে ওই ভিডিওটি।
ভাইরাল কাঁচা বাদাম স্রষ্টা ভুবন বাদ্যকর ইতিমধ্যেই দারুণভাবে জনপ্রিয়। সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি এমন মানুষ খুঁজে পাওয়া দুস্কর যাঁরা এই গানে রিল বানায়নি। এখনও প্রায় প্রতিদিনই ভাইরাল হচ্ছে ভুবন। তাঁর গান নিয়ে উন্মাদনা এখনও অব্যাহত। শুধুমাত্র ‘কাঁচা বাদাম’এ আটকে না থেকে নতুন নতুন গান রেকর্ড করেন তিনি।