TRENDING:

Viral Video : সাক্ষাৎ যম! বাড়িতে ঢুকতেই আচমকা 'তার' আবির্ভাব... প্রাণ বাঁচাতে 'ইনি' যা করলেন তুমুল ভাইরাল!

Last Updated:

Viral Video : বুলেটের গতিতে এই ভিডিয়োটি ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#থাইল্যান্ড : আজকাল সোশ্যাল মিডিয়ায় মাঝে মাঝে এমন সব কাণ্ড চোখে পরে যা দেখলে শিরদাঁড়া দিয়ে বয়ে যায় ঠাণ্ডা স্রোত। অতি সম্প্রতি এমনই একটি ভিডিয়ো ভাইরাল (Viral Video ) হয়েছে সোশ্যাল মিডিয়ায় যা দেখার আগে আপনাকেও চেয়ার শক্ত করে বসতে হবে। কারণ ভয়ে বা চমকে উঠে পরেও যেতে পারেন। একটি সিসিটিভি (CCTV Footage) ফুটেজ শেয়ার করা হয়েছে ভিডিওটিতে। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে একটি সাপের (Snake chasing Man) ভয়ঙ্কর হাড় হিম করা কাণ্ড। হঠাৎ করেই লুকনো জায়গা থেকে বেরিয়ে তাড়া করে এক ব্যক্তিকে। আর তিনি তো!
ঝড়ের গতিতে ভিডিও ভাইরাল
ঝড়ের গতিতে ভিডিও ভাইরাল
advertisement

ঘটনাটি ঘটেছে থাইল্যান্ডে (Thailand)। সিসিটিভির ক্যামেরায় ধরা পড়া একটি ফুটেজে দেখা যায়, একটি লন সংলগ্ন বারান্দায় রয়েছে একটি টেবিল ও দুটি চেয়ার। সিসিটিভির ক্যামেরায় (CCTV Camera) সম্পূর্ণ জায়গা কভার না করলেও, বাগানের কিছু অংশ এবং লনের সমগ্র অংশ দেখা যাচ্ছে। সেই ব্যক্তি সাজানো লনের দিক থেকে হেঁটে টেবিলের কাছে এসে দাঁড়ান। কিছু কাজ করতে না করতেই অতর্কিতে হানা দেয় একটি সাপ। দেখা যায় লোকটি টেবিলের কাছে আসার কিছুক্ষনের মধ্যেই একটি লুকানো জায়গা থেকে বেরিয়ে আসে একটি বৃহৎ আকৃতির সাপ।

advertisement

আরও পড়ুন : দোকানে বসেছিল কিশোর! হঠাত্‍ মাথার উপরে নড়াচড়ার শব্দ... কী ওটা? হাড় হিম করা দৃশ্য তুমুল ভাইরাল...

সাপটিকে (Snake) দেখে যথারীতি ভয় পেয়ে যায় লোকটি এবং পড়ি কী মরি করে ভয়ঙ্কর জোরে দৌড়তে শুরু করেন। সাপও (Snake chasing a man) ছোড়নেওয়ালা নয়। তৎক্ষণাৎ লোকটির পিছনে তাড়া করতে শুরু করে সেই সাপটি। তারপর যদিও সাপটি সেই বাগানের কোনও একটি স্থানে চলে যায়। এরপর কী হল তা আর জানা যায়নি। তবে এইটুকু বোঝা গেছে যে, ওই সময় ওই ব্যক্তি বেশ ভয় পেয়ে গিয়েছিলেন।পড়ে বুঝতেই পারছেন যে, বিষয়টা কতটা সাংঘাতিক। তাহলে একবার ভিডিয়োতে দেখে নিন আসলে কী ঘটেছিল।

advertisement

দেখুন সেই ভাইরাল ভিডিয়ো…

ভিডিয়োটি (Viral Video) ভাইরালহগ নামক একটি ইউটিউব চ্যানেল থেকে পোস্ট করা হয়েছে। ভিডিয়োর ক্যাপশন থেকে জানা গিয়েছে ঘটনাটি ঘটেছে থাইল্যান্ডে। ভিডিয়োয় দেখা যায় যে একটি লাল টি শার্ট পরা ব্যক্তি টেবিলের সামনে এসে কিছুক্ষণ দাঁড়ায়। সে বসতে যাওয়ার আগেই তার বাঁ দিক থেকে বেরিয়ে আসে সাপটি আর তাড়া করতে শুরু করে লোকটি। লোকটিও ভয়ে পেয়ে প্রাণপনে দৌড়ে পালায়।

advertisement

আরও পড়ুন : সবুজের দেশে শ্রীলঙ্কার সুর! বাংলা কাঁপানো নাচে মানিকে মাগে হিথে, শ্রীতমার নতুন ভিডিও Bumper 

এই ভিডিয়োটি ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা মাত্রই কয়েক ঘণ্টার মধ্যে ২০ হাজারের মত মানুষের কাছে পৌঁছে গেছে। ভিডিয়োটিতে কমেন্টও করেছেন একাধিক নেটিজেন। অল্প সময়েই মিডিয়া ব্যবহারকারীদের কাছে জনপ্রিয় হয়ে গিয়েছে এই সাপটির ভয়ঙ্কর কাণ্ড। আর তাকে দেখে ওই ব্যক্তিটির রুদ্ধ্বশ্বাষ দৌড়।

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video : সাক্ষাৎ যম! বাড়িতে ঢুকতেই আচমকা 'তার' আবির্ভাব... প্রাণ বাঁচাতে 'ইনি' যা করলেন তুমুল ভাইরাল!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল