মেট্রোর ভিতরে এভাবে ধোঁয়ার রিং উড়িয়ে কেউ হয়তো কোনওদিন কাউকে বিড়ি টানতে দেখেননি! ভিতরের যাত্রীরা এমন কাণ্ড দেখে অবাক হয়ে যান। তাঁকে সঙ্গে সঙ্গে বিড়ি নিভিয়ে ফেলতে বলা হয়।
ঘটনাটি কখন ঘটেছে তা জানা যায়নি। তবে সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও বেশ ভাইরাল হচ্ছে। প্রায় ভরা মেট্রোতে যাতায়াত করার সময় ওই ব্যক্তি বিড়ি ধরান।
advertisement
আরও পড়ুন- ইঁদুর তো নয়, যেন এক-একটি কুকুরছানা, বিশ্বের এই শহরই এখন আঁতুড়ঘর মূষিককূলের
একরকম গোপনে মেট্রোর ভিতরে পকেট থেকে বিড়ির প্যাকেট বের করেন ওই ব্যক্তি। তার পর একটি ম্যাচস্টিক দিয়ে চলন্ত মেট্রোর সিটে বসে বিড়ি ধরান। এমনকী ম্যাচস্টিক মেট্রোর মেঝেতে ফেলে দেন।
এ ঘটনার পর লোকজন তাঁকে বিড়ি নিভিয়ে ফেলতে বললেও তিনি কারও কথা শোনেননি। তবে এর পরের অংশ ভিডিওতে আর দেখা যায়নি। মেট্রোর ভিতরে বিড়ি ও সিগারেট সেবনে নিষেধাজ্ঞা রয়েছে। কেউ মেট্রোয় ধূমপান করলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া হতে পারে।
আরও পড়ুন- সম্পূর্ণ নগ্ন নারীর দেহে সাজানো নানা খাবার, সেখান থেকেই তুলে খাচ্ছেন অতিথিরা..
মেট্রোর ভেতরে ওই ব্যক্তির বিড়ি ধরানোর ভিডিও কেউ নিজে মোবাইল ক্যামেরায় রেকর্ড করেন। তার পর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন। অনেকেই ওই ব্যক্তির এমন কাণ্ড দেখে ঠাট্টা করছেন। কেউ বলছেন, কাকার দুঃসাহস দেখার মতো। কেউ আবার বলেন, একেই বলে সোয়্যাগ!