TRENDING:

Viral Video: অত্যাধিক আস্পর্ধা! ফ্লাইওভার আটকে কাটা হল কেক, চলল গুলিও, দেখুন

Last Updated:

Birthday celebration: বার্থ ডে সেলিব্রেশন বদলে গেল উন্মাদনায়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পটনা: জন্মদিনের উদযাপন! এমনি-তেমনি নয়৷ একেবারে মস্তানি করে৷ রাস্তা আটকে, সকলের ভোগান্তি করে কেক কাটা হল, আবার আনন্দে কয়েক রাউন্ড গুলিও চলল! ২০ জন যুবকের এই উল্লাসের ভিডিও সামনে আসতেই টনক নড়ল প্রশাসনের৷ ঘটনা বিহারের রাজধানী পটনার৷ ২৫ এপ্রিল, পাটলি উড়ালপুলের উপর উঠে এভাবে তাণ্ডব চালল ২০ জন৷ বার্থ ডে সেলিব্রেশন বদলে গেল উন্মাদনায়৷ ঘটনার ভিডিও (Viral Video) করে ইনস্টাগ্রামে পোস্ট করে এক বন্ধু৷ তাতেই দেখা যায় ২৫ এপ্রিল রাতে কী হয়েছিল৷
advertisement

আরও পড়ুন Viral Video: বয়স বাড়লে সঙ্গীর প্রতি বাড়ে মনের টানও, ৬ মাস পর স্ত্রীকে কাছে পেয়ে আবেগে ভাসলেন বৃদ্ধ, ভিডিও ভাইরাল

পটনা শহরের গুরুত্বপূর্ণ উড়ালপুল৷ সেই উড়ালপুল জুড়ে প্রায় ১২টা এসইউভি গাড়ি দাঁড় করিয়ে রাখা হয়৷ এক ধার দিয়ে সারি বেঁধে দাঁড় করানো হয়েছিল গাড়িগুলি৷ দুই লেনের এই উড়ালপুলে গাড়ি দাঁড়িয়ে থাকার ফলে যানবাহন যাতায়াতে মারাত্মক সমস্যা হওয়ার কথা৷ তার মধ্যে একটি গাড়ির বনেটে কেক কাটা হয়৷ সঙ্গে চলে তারস্বরে গান এবং নাচ! এমনকি আনন্দে আত্মহারা হয়ে হাওয়ায় তিন রাউন্ড গুলিও চালায় উপস্থিত যুবারা৷ ঘটনার ভিডিও পোস্ট করে যে ব্যক্তি, তার ছোট কারবার রয়েছে নারসিগঞ্জ এলাকায়৷ ভিডিওটি ছড়িয়ে পড়তেই পুলিশের নজরে পড়ে৷

advertisement

রুপাশপুরের স্টেশন হাউজ অফিসার চন্দ্র ভানু জানান যে তাঁরা ঘটনার ব্যাপারে ওয়াকিবহাল এবং পদক্ষেপ নিয়েছেন৷ "এই ভিডিওটি নজরে আসতেই আমরা জানতে পারি সেদিন রাতে কী হয়েছিল৷ ভিডিও খতিয়ে দেখার পর, তড়িঘড়ি অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে৷ ২০জনের মধ্যে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে৷" এর মধ্যে রয়েছে সৌরভ যাদব, যার জন্মদিন ঘিরেই এত কিছু ঘটে৷ অন্যদের খোঁজ চলছে বলে জানান পুলিশ আধিকারিক৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

২০ জনের মধ্যে ২ জন গুলি চালিয়েছিল জন্মদিনের পার্টিতে৷ প্রায় আধা ঘণ্টা রাস্তা আটকে চলে এধরনের 'গুন্ডামি'৷ সবাইকে সনাক্ত করা গিয়েছে এবং এদের সবার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান হয়েছে৷

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: অত্যাধিক আস্পর্ধা! ফ্লাইওভার আটকে কাটা হল কেক, চলল গুলিও, দেখুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল