Viral Video: বয়স বাড়লে সঙ্গীর প্রতি বাড়ে মনের টানও, ৬ মাস পর স্ত্রীকে কাছে পেয়ে আবেগে ভাসলেন বৃদ্ধ, ভিডিও ভাইরাল
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
স্ত্রীকে দেখে কান্নায় ভেঙে পড়েন এই ব্যক্তি৷ আবেগ লুকিয়ে রাখতে পারেননি৷
#নয়াদিল্লি: নানাবিধ ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ে, তাতে যেমন থাকে মজার ভিডিও, তেমনই আবেগপ্রবণ ভিডিও৷ কিছু ভিডিও এমন থাকে যা সাধারণ মানুষের চোখে জল এনে দেয়৷ এমনই এক ভিডিও দেখাব আপনাদের৷ স্বামী-স্ত্রীর ভালবাসা ফুটে উঠেছে এই ভিডিওতে৷ তবে তাতে কোনও শারীরিক প্রেম বা যৌবনের উচ্ছ্বাস ধরা পড়েনি৷ ধরা পড়েছে দীর্ঘ অপেক্ষার পর সঙ্গীকে ফিরে পাওয়ার শান্তি৷ যার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে হয়েছিল টানা ৬ মাস৷
গুজ নিউজ মুভমেন্ট তাদের ইনস্টাগ্রামে শেয়ার করেছে এই ভিডিওটি৷ সেখানে দেখা যাচ্ছে এক বৃদ্ধ বাড়ির বাইরে বসে আসেন৷ তাঁর চোখে মুখে খুশির ছোঁয়া৷ সুন্দর একটি টি-শার্ট গায়ে গলিয়ে নিচ্ছেন তিনি৷ কী কারণে তিনি এমন কাজ করছেন? প্রথমে বোঝা যায়নি৷ কিছুক্ষণ পর তাঁর বাড়ির সামনে উপস্থিত হয় একটি অ্যাম্বুলেন্স এবং সেখান থেকে নামানো হয় বৃদ্ধের স্ত্রীকে৷ দীর্ঘ ৬ মাস হাসপাতালে চিকিৎসারত ছিলেন তিনি৷ ফলে স্বামীর সঙ্গে কোন দেখা সাক্ষাৎ সম্ভব হয়নি৷ এতগুলো দিন স্ত্রীকে ছেড়ে থাকতে হয়েছিল বৃদ্ধ স্বামীকে৷ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে স্বামী-স্ত্রীর মধ্যে বন্ধন আরও পোক্ত হয়, একে অপরের প্রতি নির্ভরশিলতাও বাড়ে৷ তাই আন্দাজ করা যায়, স্ত্রীকে ৬ মাস কাছে না পেয়ে খুবই বিমর্ষ হয়ে পড়েন বৃদ্ধ৷ যে কারণে স্ত্রীর ফিরে আসায় এতটা খুশি হয়েছেন তিনি৷
advertisement
advertisement
advertisement
স্ত্রীকে দেখে কান্নায় ভেঙে পড়েন এই ব্যক্তি৷ আবেগ লুকিয়ে রাখতে পারেননি৷ অ্যাম্বুলেন্স থেকে স্ট্রেচারে করে বৃদ্ধাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়৷ বাড়িতে প্রবেশ করতেই বৃদ্ধারর সঙ্গে কথা বলতে শুরু করেন তাঁর স্বামী৷ কান্নাও থামতে চায় না৷ এরপরই স্ত্রীর পাশে বসে থাকতে দেখা যায় তাঁকে৷
ভিডিওটি প্রচুর মানুষ পছন্দ করেছেন৷ প্রায় ৭২ লক্ষ লাইক পড়েছে৷ লাইকের সংখ্যা আরও বাড়ছে৷ সঙ্গে অনেকে নিজের নিজের অনুভূতি ভাগ করে কমেন্টও করেছেন৷
view commentsLocation :
First Published :
May 10, 2022 1:43 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: বয়স বাড়লে সঙ্গীর প্রতি বাড়ে মনের টানও, ৬ মাস পর স্ত্রীকে কাছে পেয়ে আবেগে ভাসলেন বৃদ্ধ, ভিডিও ভাইরাল