TRENDING:

Viral Snake news: বাড়ির বাগানে মাকে গয়নার বাক্স উপহার ছোট্ট মেয়ের, খুলতেই যা হল...দেখুন ভিডিয়ো

Last Updated:

Viral Snake news: বাড়ির বাগানে মাকে গয়নার বাক্স উপহার দেয় ছোট্ট মেয়ে লিলি। বাক্স খুলতেই ভয় পেয়ে গিয়েছিলেন মা। কুণ্ডলী পাকিয়ে বাক্সের পড়ে ছিল আস্ত সাপ!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি : বাচ্চারা দুষ্টু হবে এটাই স্বাভাবিক। কিন্তু কোনও বাচ্চা যদি উপহার হিসাবে আপনাকে সাপ উপহার দেয় তাহলে কী হবে? অবাক হওয়ার মতোই ব্যাপার৷
বাড়ির বাগানে মাকে গয়নার বাক্স উপহার ছোট্ট মেয়ের, খুলতেই যা হল...দেখুন ভিডিয়ো
বাড়ির বাগানে মাকে গয়নার বাক্স উপহার ছোট্ট মেয়ের, খুলতেই যা হল...দেখুন ভিডিয়ো
advertisement

শিশুরা অজান্তে এমন অনেক কাজ করে থাকে যা চোখে পড়লে অবাক হতে হয়৷ বেশিরভাগ ক্ষেত্রে তারা অজান্তেই কাজগুলি করে ফেলে৷ আরও একটা ব্যাপার খেয়াল করলে দেখবেন, পশু-পাখিদের প্রতি তাদের অদ্ভুত আকর্ষণ থাকে৷ তেমনই এক ঘটনার ভিডিয়ো এবার রীতিমতো ভাইরাল৷ দেখা গিয়েছে ভয়ঙ্কর বিষধর সাপ হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে একটি ছোট্ট মেয়ে৷ এবং সেটাই সে তার মাকে উপহার দিতে এসেছে৷ মেয়ের কান্ড দেখে আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার অবস্থা মায়ের৷

advertisement

আরও পড়ুন : অঙ্কের ভয় কাটাতে বিশেষ ব্যবস্থা নিলেন শিক্ষক, ম্যাজিকের মতো কাজ করে গেল প্ল্যান

ঘটনাটি ঠিক কী ঘটেছে? ভিডিয়োতে দেখা গিয়েছে, ল্যাভেন্ডার রঙের পোশাক পরে মেয়েটি মায়ের সামনে উপস্থিত হয়৷ তার হাতে একটি গয়নার বাক্স রয়েছে৷ কিন্তু তার কীর্তি চোখ এড়ায়নি মা-এর৷ সে তখনই চিৎকার করে বলে, “লিলি, তোমার হাতে গয়নার বাক্সের মধ্যে কী রয়েছে দেখাও এখনই৷ সবাইকে দেখাও৷”

advertisement

মেয়েটি হাসতে হাসতেই গয়নার বাক্সটি খোলে৷ এবং দেখা যায়, বাক্সটির মধ্যে একটি ছোট কালো সাপ গুটি পাকিয়ে শুয়ে রয়েছে৷ এটি দেখা মাত্রই মায়ের প্রশ্ন, এটাকে সে কোথায় পেল৷ লিলি জানিয়েছে, সেটি না কি ঘরের মধ্যেই ছিল৷ সে সাপটিকে হাতে তুলে বক্সের মধ্যে রেখে দিয়েছে৷ তার উত্তর শুনে কী বলবে ভেবে পাচ্ছিলেন না তার মা৷

advertisement

আরও পড়ুন : স্টান্ট দেখাতে গিয়ে ভয়ঙ্কর হাল! হিংস্র প্রাণীর আক্রমণ আহত স্টান্টম্যান, দেখুন ভিডিয়ো

এখানেই শেষ নয়৷ গোটা ঘটনাটি ভিডিয়ো করেছেন বাচ্চাটির মা৷ দেখা গিয়েছে, একটু পরেই সাপটিকে ফের নিজের হাতে নেয় বাচ্চাটি৷ সাপটির মাথা নড়ছিল৷ তা দেখে লিলি তার মাকে জিজ্ঞাসা করে, সাপটা তার হাত চাটছে৷ জবাবে তার মা বলে, সাপটি তাকে ভালোবেসে ফেলেছে৷ এরপর সাপটি ফের নড়াচড়া করতেই, লিলি বলে ওঠে, এটি গয়তো তাকে চুমু দিতে চাইছে৷ এবার তার মা হেসে ফেলে৷ তিনি জানান, হয়তো তাই তবে লিলি যেন সাপটির কাছে মুখ না নিয়ে যায়৷

সেরা ভিডিও

আরও দেখুন
এভারেস্ট জয় করে ফেরা হয়নি শিক্ষকের! রানাঘাট চারের পল্লীর বিশ্বের সম্মান দিল সুব্রত ঘোষকে
আরও দেখুন

ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ছেড়ে লিলির মা লিখেছেন, “লিলির মতোই এমন অসংখ্য ছোট ছোট বাচ্চা আমাদের বাগানে ঘুরে বেড়ায়৷” ভিডিয়োটি ভাইরাল হয়ে গিয়েছে৷ নেটিজেনরা কমেন্টও করেছেন৷ কেউ লিলির সাহসের প্রশংসা করেছেন, কেউ আবার তাকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন৷ একজন যেমন লিখেছেন, ও তো প্রিন্সেস, যে জীবজন্তুর সঙ্গে কথা বলে৷ একজন লিখেছেন, এমন ঘটনার জন্য শিশুদের বকবেন না৷ এভাবেই ওরা প্রাণী জগতের সঙ্গে পরিচিত হবে৷ একজন আবার লিখেছেন, সাপটা কামড়ে দিলে কী হত! তার উত্তরে একজন লিখেছেন, ওই সাপের বিষ নেই৷ তাই ভয় পাওয়ার দরকার নেই৷

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Snake news: বাড়ির বাগানে মাকে গয়নার বাক্স উপহার ছোট্ট মেয়ের, খুলতেই যা হল...দেখুন ভিডিয়ো
Open in App
হোম
খবর
ফটো
লোকাল