আরও পড়ুন- "দলে শিগগিরই পরিবর্তন দরকার": কংগ্রেসের চিন্তন শিবিরে মত সনিয়া গান্ধির
এখানেই শেষ নয় ওই মহিলার দাবি সিঁদুর একজন মানুষেরর মধ্যে যৌন উত্তেজনাকে চাগাড় দেয়। এখানে রইল সেই মূল পোস্ট। দেখুন একবার:
advertisement
আপলোড করার পর থেকেই এই পোস্টটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল! ৫ হাজারেরও বেশি লাইক পেয়েছে এই পোস্ট৷ হাস্যকর সব ক্যাপশন লিখে নেটিজেনরা এই পোস্টটি রিট্যুইট করছেন বারেবারে। “কে বলল! বৈজ্ঞানিক প্রমাণ কোথায়?” জিজ্ঞাসা করেছেন এক ব্যক্তি। ব্যাপক বিরূপ প্রতিক্রিয়ার জেরে ওই ইনস্টাগ্রাম পেজটি ভিডিওটি সরিয়ে নিয়েছে।
আরও পড়ুন- নৃশংস! শিং কেটে ফেলায় প্রবল রক্তপাত, জঙ্গলে ছটফটিয়ে ঘুরে বেড়াচ্ছে একশৃঙ্গ গণ্ডার
অনেক ট্যুইটার ব্যবহারকারীই জানিয়েছেন, সিঁদুরে উপাদান হিসাবে পারদ মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকারক। একজন ট্যুইটার ব্যবহারকারী লিখেছেন, “পারদ একটি ভারী ধাতু এবং দীর্ঘদিন ধরে তা চামড়ায় দিলে বিভিন্ন ধরনের অসুস্থতার কারণ হতে পারে।” অন্যরা ব্যাখ্যা করেছেন, সিঁদুর পরা একটি যুক্তিহীন পুরনো অভ্যাস ছাড়া আর কিছুই নয়। এই অভ্যাস পিতৃতন্ত্রকেই প্রচার করে। এখানে রইল তেমনই কয়েকটি প্রতিক্রিয়া।
আপনার কী মনে হয়, আদৌ কোনও উপকারিতা আছে নাকি?
