ছবিতে দেখা যাচ্ছে বড় বড় পাথর ছড়ানো ভূখণ্ড। বেগুনি রঙের সোয়েটশার্ট পরা একজন শিশুকে খুঁজে বের করতে হবে। ক্যামেরার দিকে তাকিয়ে নাকি হাত নাড়ছে সে।
আরও পড়ুন- দেখুন ভিডিও: ছেড়ে গিয়েছে মা, কুকুরের কাছে বড় হচ্ছে বাঘের তিন ছানা!
যেহেতু ধূসর রঙের পাথরে অনেক ফাঁক এবং ফাটল রয়েছে তাই সাহায্য ছাড়া এই শিশুকে খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। “আপনি কি তাঁকে খুঁজে পাচ্ছেন?” ক্যাপশনে লেখা রয়েছে এই ছবির। আবহাওয়ার ক্ষয়কার্যে ক্ষয়ে যাওয়া অজস্র পাথরের খণ্ড ছাড়া অবশ্য অনেকেরই চোখে কিছু পড়েনি। কেউ কেউ বলেছেন লাল বৃত্ত দিয়ে ছবিটি দাগিয়ে দিতে যাতে সহজেই খুঁজে পাওয়া যায়৷ কেউ কেউ আবার এমনও মনে করছেন ছবিটি স্রেফ ধাপ্পাবাজি৷ আসলে তা নয়, বাচ্চাটি আছে এবং তাঁকে খুঁজতে সত্যিই প্রচণ্ড চেষ্টা করতে হবে।
advertisement
আরও পড়ুন- ৬০০০ ফুট উচ্চতায় মিলবে অক্সিজেন সিলিন্ডার, অমরনাথ যাত্রা নিয়ে নির্দেশ অমিত শাহের
আপনি যদি এখনও ছবিটিতে শিশুটিকে খুঁজে না পেয়ে থাকেন তবে এখানে রইল কিছু ইঙ্গিত। প্রথমের দিকে একটি লম্বা, প্রসারিত পাথরের ঠিক উপরে রয়েছে এই বাচ্চাটি। ক্যামেরার দিকে হাত নাড়াচ্ছে সে। আপনি যদি কারও সাহায্য ছাড়াই ছদ্মবেশী এই শিশুকে আবিষ্কার করতে পারেন তবে নিজেই নিজের পিঠ চাপড়ে দিন কারণ সাহায্য ছাড়া খুঁজে পাওয়া প্রায় অসম্ভব।
মাটিতে পড়ে থাকা পাথরের লম্বা টুকরোতে আপনাকে জুম করতে হবে, দেখবেন ক্যামেরার দিকে হাত নাড়ছেন এক শিশু।