আরও পড়ুন- ছবিতে যে প্রাণি প্রথম চোখে পড়বে তাই বলবে জীবনের কোন পর্যায়ে দাঁড়িয়ে রয়েছেন আপনি!
যদি আপনি প্রথমে জলপ্রপাতটি দেখে থাকেন, জানবেন ভীষণ সামাজিক মানুষ আপনি। কিন্তু আপনার নিজের সঙ্গে কাটানো সময়ও আপনি প্রচণ্ড পছন্দ করেন। এর ব্যাখ্যা করে বলা হয়েছে, যদি জলরাশি প্রথম চোখে পড়ে, বুঝবেন বহুজনের সঙ্গে সামাজিক সম্পর্ক বজায় রেখেই চলেন আপনি। কিন্তু কোনও কিছুর বিনিময়েই নিজস্ব সময়কে হারাতে দিতে চান না আপনি।
advertisement
আরও পড়ুন- হাসপাতালে হাহাকার! শ্রীলঙ্কায় নেই জীবনদায়ী ওষুধ, বন্ধ হয়ে যাচ্ছে অস্ত্রোপচারও
যদি ছবিতে জলপ্রপাতের বদলে সাদা কাপড় মুড়ে থাকা মানুষ প্রথম চোখে পড়ে, জানবেন এই মুহূর্তে জীবনে খুব বিচ্ছিন্ন আপনি। কী হবে, কী করবেন কিছুই বুঝে উঠছেন না। কিন্তু ইতিবাচক দিকটি হল, নিজের লক্ষ্যে পৌঁছতেও অবিচল আপনি।
অনেকেই নিজের জীবনের অবস্থা নিয়ে একেবারে হুবহু মিল পেয়েছেন ছবিটির। অনেকের চোখে আবার জলপ্রপাতও না, সাদা কাপড়ের মানুষও না, প্রথম চোখে পড়েছে গাছ এবং মন্দিরগুলি।