আরও পড়ুন- Viral Video: ছাড়ছেনা গাঁজার নেশা, শাস্তি দিতে ছেলের চোখে লঙ্কাগুঁড়ো ঘষে দিলেন মা
এটি বস্তুত একটি বিখ্যাত অপটিক্যাল ইলিউশন। ১৯৯০ সালে কগনিটিভ বিজ্ঞানী রজার নিউল্যান্ড শেপার্ডের তৈরি এই অপটিক্যাল ইলিউশন (Viral Optical Illusion) প্রথম প্রকাশিত হয় তাঁর বই মাইন্ড সাইটসে। সেই থেকেই এই অপটিক্যাল ইলিউশন নানা বিতর্কের জন্ম দিয়ে চলেছে।
advertisement
এই হল সেই শেপার্ড এলিফ্যান্টের ছবি।
হাতির পা নিয়ে স্বাভাবিকভাবেই দ্বিধাবিভক্ত নেটিজেনরা। ২০১৭ সালে এক নেটিজেন কিন্তু সত্যিটা ধরতে পেরেছিলেন। এখনও পর্যন্ত তাঁর ব্যাখ্যাটাই নেটবিশ্বে সবচেয়ে যুক্তিপূর্ণ ঠেকেছে। উত্তরটা জানলে যদিও অবাক হয়ে যাবেন আপনি! সঠিক উত্তর হল ১ টি পা!
আরও পড়ুন- 'মধু কা পাঁচওয়া বাচ্চা': আধার কার্ডে বিচিত্র নামবিভ্রাটের জেরে আটকে স্কুলে ভর্তি
হ্যাঁ, ছবির হাতিটির মাত্র একটিই পা। বাকিগুলো চোখের ভুল (Viral Optical Illusion) বা শিল্পীর কারসাজিও বলা যায়। ওই নেটিজেন লিখেছিলেন, “যদি আপনারা ভালো করে দেখেন দেখবেন, বাকি সব পায়েরই পাতাটা নেই। বস্তুত শিল্পী সব পায়ের পাতাগুলো বাদ দিয়ে দিয়েছেন এবং সেই পায়ের পাতাগুলোর ছবিটাকে আসল পায়ের ফাঁকে ফাঁকে গুঁজে দিয়েছেন। একমাত্র আস্ত পা রয়েছে পিছনের বাঁদিকের পা’টি।”