এগুলি খুঁজে বের করতে পারলে বা সমাধান করতে পারলেই বোঝা যায় যে, মানুষটির বুদ্ধির জোর এবং আইকিউ কতটা! এখানেই শেষ নয়, অপটিক্যাল ইলিউশনের ধাঁধার সমাধান করার ধরন থেকে বোঝা যায় মানুষের চারিত্রিক দোষ-গুণও। এমনকী জানা যায়, তাঁর মধ্যে থাকা নানা ধরনের বৈশিষ্ট্যও!
advertisement
আরও পড়ুন: আচমকাই ফের বাড়বে গরম, অস্বস্তি! দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টি, কবে থেকে ভোলবদল? কী বলছে হাওয়া অফিস
সম্প্রতি এমনই এক ধাঁধা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ছবি দেখে বিভিন্ন রকম মত প্রকাশ করছেন নেটিজেনরা। তবে ছবিটার আসল রহস্যটা কী, সেটাই আজ খুঁজে বের করব আমরা! আপাতত যে ছবিটা চোখের সামনে দেখা যাচ্ছে, সেখানে দেখা যাচ্ছে সাদা-কালো চেকে মোড়া দুটো বল। বলতে হবে এদের মধ্যে কোনটা আয়তনে বড়- A না B?
আরও পড়ুন: দুর্ঘটনার পর থেকে বাতিল একাধিক ট্রেন! ভিড়ের চাপ কমাতে স্পেশ্যাল ট্রেন চালাবে রেল
সত্যি বলতে কী, এক ঝলক দেখলে A বলটাকেই বড় বলে মনে হবে, B ছোট। কিন্তু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এই ছবি দেখে নেটিজেনদের অনেকে বলছেন নিশ্চয়ই B বড়, না হলে এই প্রশ্ন উঠবে কেন! অনেকে আবার বলছেন, দুটো বলের মাপই সমান। তাই যদি হবে, একটাকে বড় বলে মনে হচ্ছে কেন?
এই প্রশ্নের উত্তরও দিয়েছেন ইউজাররা। বলছেন যে A দেওয়ালের দিকে রয়েছে, সেটা বড় বলেই বলটাকেও বড় বলে মনে হচ্ছে। অপটিক্যাল ইলিউশন বলেই আদতে এত জটিলতা, যদি এটা ত্রিমাত্রিক ছবি হত, তাহলে নির্দ্বিধায় A বড় হত।
ইউজাররা ঠিক বলছেন, কী মনে হয়?