গরম পড়তে না পড়তেই এখন রাস্তার ধারে ঠেলাগাড়ি নিয়ে বসতে দেখা যাবে লেবুজল ওরফে নিম্বু পানি বা নিম্বু সোডা বিক্রেতাদের। ঠাঁঠাঁ রোদের মধ্যে ঠাণ্ডা ঠাণ্ডা এক গেলাস নিম্বু পানি (Viral Nimbu Soda) অমৃতের সমানই বটে। বিক্রিবাটা ভাল হওয়ার জন্য, ক্রেতাদের নজর টানার জন্য অভিনব পদ্ধতিতে নিম্বু সোডা বিক্রি করতে দেখা গিয়েছে এক ব্যক্তিকে। আর তাঁর সেই কায়দা চমকেছে নেটিজেনদের।
ভাইরাল ভিডিওতে দেখা গেল গান (Viral Video) গাইতে গাইতে দক্ষ হাতে নিম্বু সোডা বানাচ্ছেন ব্যক্তি। ছোট্ট দোকানের চারদিকে ঘিরে দাঁড়িয়ে ক্রেতারা। সকলেই তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন বিক্রেতার লেবুজলে বিক্রির অভিনব কায়দা। গরম পড়তে না পড়তেই যে হারে চড়ছে লেবুর দাম তাতে বোধহয় এবার এই ভাইরাল গান শুনেই পিপাসা মেটাতে হবে নেট নাগরিকদের।
প্রসঙ্গত, কাঁচা বাদামের পর এর আগে ঠেলাগাড়িতে কাঁচা পেয়ারা ও কালো আঙুর বিক্রি করতে করতে গান গেয়ে ভাইরাল (Viral Video) হয়েছিলেন দেশের অন্য প্রান্তের আরও এক ব্যক্তি। ফল বিক্রি করার ফাঁকে ফাঁকে সুরেলা গলায় গান গাইছিলেন তিনি। ভাষাটা শুধু হিন্দি। এই পেয়ারা আঙুর বিক্রেতার নাম কী বা তিনি কোথাকার বাসিন্দা সেটা এখনো জানা না গেলেও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছিল ভিডিওটি। তবে মাত দিতে পারেনি ভুবনের জনপ্রিয়তাকে। এবার কি শেষমেশ বাদামের সুর ভুলে নিম্বু পানিতেই (Viral Nimbu Soda) মজবেন নেটিজেনরা? বলবে সময় আর সোশ্যাল মিডিয়া ট্রেন্ড।