এই পৃথিবীতে দেখার মতো জিনিস হল উদ্ভিদ। কত রঙ, কত বাহার। কোনওটা শালপ্রাংশু মহাভুজ। কোনওটা আবার এক পায়ে খাড়া। ডালপালা কিছুই নেই, শুধুই পাতা। কাউকে ছুঁলে লজ্জায় নেতিয়ে যায়। আবার কারও পাতায় হাত দিলে জ্বালাপোড়া অনুভূতি হয়। কোনও কোনও উদ্ভিদ আবার নিজেই শিকার করে, রীতিমতো ফাঁদ পেতে। কিন্তু এমন গাছের কথা জানা আছে কি, যাকে দেখলেই চুমু খেতে ইচ্ছে করবে! হ্যাঁ, চমকে ওঠার কিছুই নেই। আসলে এই গাছ যেন ঠোঁটের প্রতিরূপ!
advertisement
আরও পড়ুন– ২০২৪ সালে যা চান, সব পাবেন, শুধু কী করতে হবে, দেখে নিন রাশি মিলিয়ে
হুকার প্ল্যান্টের কথাই বলা হচ্ছে। এর বৈজ্ঞানিক নাম ‘সাইকোট্রিয়া ইলাটা’ (Psychotria Elata)। এই উদ্ভিদের বিশেষত্ব হল এর চেহারা। দেখতে অনেকটা ঠোঁটের মতো। একনজরে দেখলে মনে হবে, লাল লিপস্টিকে রাঙানো একটা ঠোঁট জঙ্গলের মধ্যে ফুটে আছে বুঝি। সেলফি তোলার সময় যেরকম ‘পাউট’ করা হয়, অনেকটা সেই রকম।
পাখিদের প্রিয়:
হুকার প্ল্যান্ট সবচেয়ে বেশি দেখা যায় দক্ষিণ এবং মধ্য আফ্রিকায়। ইতিউতি ফুটে থাকে। লাল রঙের কারণে পাখিদের খুব প্রিয়। কিন্তু দুঃখের কথা হল, ইদানীং এই উদ্ভিদও বিলুপ্তির পথে। অনেক এনজিও হুকার প্ল্যান্ট রক্ষায় এগিয়ে আসছে। কাজ করছে বেশ কিছু বেসরকারি সংস্থাও।
মেয়েরা ঈর্ষান্বিত:
সম্প্রতি এক সোশ্যাল মিডিয়া ইউজার এই গাছের ছবি পোস্ট করেন। যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে। সবাই হামলে পড়ে শেয়ার করতে শুরু করেন সেই ছবি। লাইক কমেন্টের বন্যা বয়ে যায়। তবে ঈর্ষান্বিত মেয়েরা। একজন লিখেছেন, ‘আমার এরকম ঠোঁট চাই’। আর একজনের খেদ, ‘এমন ঠোঁট এমনি এমনি হয় না, অস্ত্রোপচার করতে হবে’।