৮২ বছরের এক বৃদ্ধাকে তাঁরই পোষ্য কুকুর পিট বুল প্রজাতির সেই হিংস্র কুকুরটি মেরে ফেলেছিল বলে জানা যায়। পুলিশ সূত্রে খবর, গুরুগ্রামের ঘটনায় বৃহস্পতিবার মুন্নি নিজের বাড়ির সামনে হাঁটাহাটি করছিলেন। তখনই পিট বুল প্রজাতির ওই কুকুরটি তাড়া করে মুন্নিকে। কুকুরের মালিকের নাম বিনীত চিকারা কুকুরটিকে নিয়ে হাঁটতে বেরিয়েছিলেন।
আরও পড়ুন: কিডনির সমস্যায় আক্রান্ত ১১ বছরের পঙ্কজ, সাহায্যের আর্জি 'একলা' মায়ের!
advertisement
পুলিশের কাছে মুন্নি জানিয়েছেন, ইচ্ছে করেই বিনীত চিকারা কুকুরের গলার চেনটি হাত থেকে ছেড়ে দেন। এর পরই কুকুরটি মুন্নির উপর ঝাঁপিয়ে পড়ে এবং কামড়ে দেয়। স্থানীয়রা তখনই মুন্নিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল সূত্রে খবর, এলাকার পরিচিত পরিচারিকা মুখ মুন্নি এই মুহূর্তে জীবন-মরণ লড়াই চালাচ্ছেন।
আরও পড়ুন: তড়িঘড়ি এল খাট, মধ্যরাতে নিজামে ঢুকতেই অনুব্রতকে ঘিরে একের পর এক চমক! 'যত্ন' করছে সিবিআই
সহকারী পুলিশ কমিশনার প্রীত পটেল সিং সাংওয়ান জানিয়েছেন, এই গোটা ঘটনার উপর তদন্ত শুরু হয়েছে। লখনউতেও ওই বৃদ্ধাকে পিট বুল প্রজাতির কুকুরের তাড়া খেয়েই প্রাণ হারাতে হয়েছিল। মাঝারি চেহারার ছোট লোম-যুক্ত এই পিট বুল কুকুরগুলি খুবই হিংস্র প্রজাতির হয়।