আরও পড়ুন : কফির পাত্র খুলতেই অবাক কাস্টমার, ‘আইসড ল্যাটে’তে ঘুরে বেড়াচ্ছে তেলাপোকা! দেখুন ছবি
যে পোস্টটি আবার মানুষের নজরে এসেছে, সেটি ২০২০ সালে বিহারের এক ছাত্রের পরীক্ষা ফর্ম। ছাত্রটি স্নাতক পরীক্ষার জন্য একটি ফর্মটি ভরেছিল। এবং তারপর থেকেই ভর্তি হওয়া ফর্মটি শিরোনামে চলে এসেছে। আবারও এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। এটি পড়লে আপনার হাসি থামানো সম্ভব নয়।
advertisement
আরও পড়ুন : প্রবল স্নো ফল, ঢাকল রাস্তাঘাট, ঠান্ডার ছোঁয়া পেতেই অবাক সিংহরা, দেখুন ভিডিয়ো
কী লেখা আছে সেই ফর্মে এবং এটি কেন ভাইরাল হয়েছে এবার সেই প্রসঙ্গে আসা যাক। এই পোস্টে আপনাকে বামা সাহেব ভীমরাও আম্বেদকর বিহার বিশ্ববিদ্যালয়, মুজফ্ফরপুরের একটি পরীক্ষা ফর্মের স্ক্রীনশট দেখানো হয়েছে। এর সময়কাল ছিল ২০১৭-২০২০। পরীক্ষার ফর্মে ছাত্রটির নাম লেখা আছে কুন্দন। এই পর্যন্ত ঠিক ছিল। এরপরই চমক। ছাত্রের বাবার নামের জায়গায় লেখা ইমরান হাশমি। মায়ের নাম আপনার মাথা ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট৷ সেখানে সানি লিওনির নাম রয়েছে৷ জাতির স্থানে BC লেখা আছে এবং ধর্ম হিন্দু উল্লেখ করা হয়েছে৷ যদিও বাবার নাম মুসলিম! এখানেও শেষ নয়৷ ঠিকানায় ছাত্রটি একটি রেড লাইট এরিয়া’র ঠিকানা লিখে এসেছিল।
ব্যাপারটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার মতো৷ আর সেটা হতেই নেটিজেনরা একের পর মন্তব্য করতে থাকে৷ ছাত্রের এই ফর্মের তদন্তও করেছে বিহার বিশ্ববিদ্যালয়। সোশ্যাল প্ল্যাটফর্মে একজন লিখেছেন, “বিহারে কিছুই অসম্ভব নয়।” আরেকজন বলেছেন- “এমন ঘটনা শুধু বিহারেই হতে পারে৷ আমরা তো ছোটবেলা এমন করার কথা ভাবতেই পারতাম না।”