Snowfall in South Africa: প্রবল স্নো ফল, ঢাকল রাস্তাঘাট, ঠান্ডার ছোঁয়া পেতেই অবাক সিংহরা, দেখুন ভিডিয়ো

Last Updated:

Lions of South Africa in Snow: দক্ষিণ আফ্রিকায় ভয়ঙ্কর তুষারপাতে ঢাকল রাস্তাঘাট, ঠান্ডা ছোঁয়া পেতেই অবাক সিংহরা! পুরো বিষয়টা জানুন, মিস না করে ভিডিয়োটি দেখুন৷

বরফের মজা নিচ্ছে পশুরাজ
বরফের মজা নিচ্ছে পশুরাজ
advertisement
নয়াদিল্লি : অভূতপূর্ব পরিস্থিতি দক্ষিণ আফ্রিকায়। প্রবল তুষারবৃষ্টিতে যাবতীয় ছবি পালটে গিয়েছে৷ এমন পরিস্থিতিতে বন্যপ্রাণী সংরক্ষণাগারের প্রাণীরাও অবাক। হ্যারিসমিথের একটি আশ্রয়স্থলে থাকা বাঘ এবং সিংহরা অভিজ্ঞতার সাথে সম্পূর্ণ অপরিচিত ছিল। বড় বিড়ালদের যত্ন নেওয়ার দায়িত্বে থাকা সংস্থা জিজি কনজার্ভেশন একটি ভিডিয়ো প্রকাশ করেছে৷ যেখানে এই সিংহদের বরফ নিয়ে খেলতে দেখা গিয়েছে।
advertisement
ইনস্টাগ্রামে পোস্টটি আপনাদের মন ভালো করে দেবে৷ আফ্রিকার ভয়ঙ্কর প্রাণীরা এই ধরনের আবহাওয়া খুব কমই দেখে এবং তারা আকাশ থেকে নেমে আসা নতুন জিনিস দেখে রীতিমতো অবাক এবং সতর্ক৷
advertisement
আসল ব্যাপারটা ঠিক কী? দক্ষিণ আফ্রিকার জোহানেসবর্গ এবং ডারবানের মধ্যে ২০ এবং ২১ সেপ্টেম্বর এই অস্বাভাবিক তুষারবৃষ্টি হয়েছে৷ এর ফলে সড়কের অবস্থা ভয়ঙ্কর হয়ে গিয়েছে৷ হাইওয়ে জ্যাম হয়ে গিয়েছে, এবং বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটিয়েছিল। স্থানীয় কর্তৃপক্ষের মতে, ১,৭০০ মিটারের উচ্চতার উপরে বরফের গভীরতা ২ মিটার পর্যন্ত পৌঁছেছিল।
advertisement
বরফ দেখে সিংহদের অবস্থা ছিল দেখার মতো৷ কারন, এই বন্য জন্তুগুলি কোনওদিনই বরফ দেখেনি৷ তাদের কান্ডকারখানা ভিডিয়ো বন্দি করে রাখা হয়৷ ঠান্ডা জিনিসের ছোঁয়া লাগতেই চমকে উঠছিল তারা৷
advertisement
ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল”এই নতুন সাদা জিনিসটি আমরা খুব কমই দেখি, লুনা এবং স্নোড্রপ এটি উপভোগ করছে। প্রকৃতি যেখানেই চায় সেখানেই সে যা খুশি তাই করতে পারে।” জিজি কনজার্ভেশনের সুজান স্কট ইয়াহু নিউজকে বলেছিলেন, “দক্ষিণ আফ্রিকায় অস্বাভাবিকভাবে ভারী তুষার বর্ষন শুরুতেই হয়েছে, তাই প্রথমবার আমরা সিংহদের গভীর বরফে দেখতে পেয়েছি৷”
advertisement
ইনস্টাগ্রাম পোস্টে, সংরক্ষণ সংস্থাটি উল্লেখ করেছে যে এই বড় বিড়ালরা যোদ্ধা এবং তাদের পথে আসা যে কোনও কিছুই মোকাবিলা করতে পারে। তারা আরও পর্যবেক্ষণ করেছিল যে সিংহরা শুধু খুশিই ছিল না, বরং ঝড় এবং বরফের মধ্যে গর্জনও করছিল। এই সংস্থা সিংহদের নতুন আচরণ চিহ্নিত করার সুযোগ পেয়ে অবাক হয়েছিল৷
advertisement
দক্ষিণ আফ্রিকার আবহাওয়া পরিষেবা পরামর্শ দিয়েছিল যে পূর্ব কেপের দক্ষিণ-পশ্চিম উচ্চভূমি, কেজেডএন-এর পশ্চিম এবং দক্ষিণ অঞ্চল, পূর্ব ফ্রি স্টেট এবং এমপুমালাঙ্গা উচ্চভূমি এবং পাহাড়ের ঢালের উপর ১৫ থেকে ৩০ সেন্টিমিটারের মধ্যে পুরু বরফের স্তর জমা হওয়ার আশা করা হচ্ছে। এই তুষারপাত আরও বেশ কয়েকদিন চলবে৷
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Snowfall in South Africa: প্রবল স্নো ফল, ঢাকল রাস্তাঘাট, ঠান্ডার ছোঁয়া পেতেই অবাক সিংহরা, দেখুন ভিডিয়ো
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে
  • সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর, ২০২৫ – ৫ অক্টোবর, ২০২৫

  • এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • দেখে নিন রাশি মিলিয়ে, জানাচ্ছেন চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement