Viral Video: প্রবল জ্যামে আটকে ছিলেন মহিলা, হঠাৎ অটো থেকে নেমে যা করলেন ভাবতে পারবেন না, দেখুন ভিডিয়ো
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Viral Video: প্রবল জ্যামে আটকে ছিলেন মহিলা, হঠাৎ অটো থেকে নেমে যা করলেন ভাবতে পারবেন না, দেখুন ভিডিয়ো
advertisement
বেঙ্গালুরু: প্রবল ট্রাফিক জ্যামের প্রসঙ্গ উঠলে কোন শহরের কথা মনে আসে? বেঙ্গালুরুর নাম তালিকায় নিশ্চয়ই উপরেই থাকবে৷ সম্প্রতি, বেঙ্গালুরুর একটি ভিডিও অনলাইনে প্রকাশিত হয়েছে। ভিডিওতে দেখা যায় এক নারী ট্রাফিকে আটকে থেকে সময় কাটাচ্ছিলেন৷ কিন্তু তারপরেই তিনি যা করলে দেখলে আপনিও খুশি হয়ে যাবেন৷
advertisement
মহিলাটি এক অটো-রিকশায় বসে ছিলেন৷ ট্রাফিক জামে আটকে পড়েছিলেন তিনি৷ হঠাৎই বন্ধুদের উৎসাহে তিনি রাস্তায় একটি নাচ করতে থাকা দলের সঙ্গে যোগ দেন। খুব দ্রুত তিনি তার অটো থেকে নেমে এসে কয়েকজনের সঙ্গে প্রাণবন্ত নাচ শুরু করেন, যা পথচারীদের দৃষ্টি আকর্ষণ করে। ইনস্টাগ্রামে শারন্যা মোহন নামের একজন ব্যবহারকারী তার এই অপ্রত্যাশিত নাচের ভিডিও শেয়ার করেন৷ যেখানে দেখা যায় তিনি সঙ্গীতের ছন্দে মগ্ন এবং পরে আবার অটোর দিকে ফিরে যাচ্ছেন। তার এই ইম্প্রোভাইজড নাচের প্রদর্শনী অনেকের হৃদয় জয় করেছে।
advertisement
advertisement
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছাড়ার পর লেখা হয়েছে, “আপনি বেঙ্গালুরুর ট্রাফিকে আটকে আছেন? এই জন্যই আমি আমার শহরের পরিবেশকে ভালোবাসি।”
ভিডিওটির ক্যাপশনে ইনস্টাগ্রাম ব্যবহারকারী লেখেন, “বেঙ্গালুরু আমাকে কখনও অবাক করতে ব্যর্থ হয় না। এই বছরেও এমন বিশেষ অভিজ্ঞতা অর্জন করেছি। ধন্যবাদ বেঙ্গালুরু, তুমি আমার জীবনকে সুন্দর অভিজ্ঞতায় পূর্ণ করে দিয়েছ।”
advertisement
শেয়ার করার পর, ভিডিওটি কিছু মজার প্রতিক্রিয়া পেয়েছে। কিছু লোক মেয়েটিকে উৎসাহিত করেছেন৷ অন্যরা ছেলেদের নাচের দলে যোগ দিয়ে মেয়েটির উদ্দাম নাচের প্রশংসা করেছে।
একজন ব্যবহারকারী, যিনি ভিডিওতে পুরুষদের নিয়ে উচ্ছ্বাসিত, মন্তব্য করেন, “দক্ষিণ ভারতীয় পুরুষেরা এমনই।” আরেকজন লিখেছেন, “আজ আমি আমার বেঙ্গালুরুর সেরা ভিডিওটি দেখলাম!!!” একজন মজা করে লিখেছেন, “মেয়েটি যখন নাচতে থাকা দলটি যোগ দিল, ছেলেদের এনার্জিও যেন বেড়ে গেল।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
October 01, 2024 2:58 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: প্রবল জ্যামে আটকে ছিলেন মহিলা, হঠাৎ অটো থেকে নেমে যা করলেন ভাবতে পারবেন না, দেখুন ভিডিয়ো