TRENDING:

Viral News: 'গোলাপি রঙের বাড়ি! কচি কচি বলে চিৎকার করুন'! শহরে ঘটেছে অবাক কাণ্ড! জানেন বিষয়টা কী?

Last Updated:

Viral News: গোলাপি রঙের বাড়ির সামনে কচি কচি বলে ডাকলেই সব সমস্যার সমাধান! শহরে ঘটল অবাক কাণ্ড

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: পৃথিবীতে যে কত রকম কাণ্ড হয় তা বলে বোঝানো মুশকিল। মানুষের মাথায় কী কী যে কখন চলে কেউ বলতে পারে না (Viral News)। আজগুবি সব কাণ্ড করে ফেলে। কেউ জেনে বুঝে আবার কেউ না বুঝে। এবার সোশ্যাল মিডিয়া থাকায় মজাটা হল মুহূর্তে তা ভাইরাল হয়। সে বিয়ের আসরে কনের কাণ্ড হোক। বা ভাইরাল গান হোক। কিংবা ফ্লিপকার্টের ঠিকানা।
photo source collected
photo source collected
advertisement

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হয়েছে এমন এক ফ্লিপকার্টের ঠিকানা নিয়ে। এক ব্যক্তি ফ্লিপকার্ট থেকে জিনিস অর্ডার করেছেন। বেশ ভাল কথা। কিন্তু তিনি ঠিকানা লেখার সময় মজার কাণ্ড(Viral News) ঘটিয়ে বসেছেন। তিনি লিখেছেন নিজের নাম এবং বাড়ির ঠিকানা। এই পর্যন্ত ঠিক ছিল। কিন্তু তারপরে তিনি যা যোগ করেছেন তা মজার।

advertisement

আরও পড়ুন: ৩৫টা সিনেমায় নায়িকা ! কোনও দিন প্রেমের প্রস্তাব দেননি প্রসেনজিৎ! যিশু সেনগুপ্তও 'গাধা' ! আক্ষেপ রচনার

আরও পড়ুন: অর্ধনগ্ন পোশাক! খোলা বুক! উরফি জাভেদকে শপিংমলে ঢুকতেই দিলেন না গার্ড! ভাইরাল ভিডিও

ব্যক্তি লিখেছেন, "গোলাপি রঙের বাড়ি। কচি কচি বলে চিৎকার করুন।" এই ঠিকানা দেখেই সকলে হাসিতে ফেটে পড়েছেন। অনেকেই লিখেছেন , 'যাচ্ছি আপনার বাড়ির সামনে কচি কচি বলে ডাকবো।" কেউ বলেছেন, "ভারী মজার ঠিকানা তো।" আবার কেউ বলেছেন, "একেবারে সহজ উপায় বার করেছেন ভদ্রলোক। এতে ডেলিভারি ম্যানের সুবিধা হবে।"

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

যদিও এই নিয়ে ফ্লিপকার্টের(Flip Kart) তরফে এখনও কিছু রিপ্লাই করা হয়নি। কিন্তু এর আগেই এমন এক ঠিকানা ভাইরাল হয়েছিল। সেখানে এক ব্যক্তি ঠিকানাতে যোগ করেছিলেন, " মন্দিরের সামনে এসে ফোন করবেন।" যা দেখে সংস্থার তরফে মজাদার একটি ট্যুইট করা হয়েছিল। সেখানে সংস্থার তরফে লেখা হয়েছিল, "ঘর এক মন্দির হ্যায়।" এবার ঠিক তেমন ভাবেই ভাইরাল হয়েছে এই ঠিকানা।

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral News: 'গোলাপি রঙের বাড়ি! কচি কচি বলে চিৎকার করুন'! শহরে ঘটেছে অবাক কাণ্ড! জানেন বিষয়টা কী?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল