সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হয়েছে এমন এক ফ্লিপকার্টের ঠিকানা নিয়ে। এক ব্যক্তি ফ্লিপকার্ট থেকে জিনিস অর্ডার করেছেন। বেশ ভাল কথা। কিন্তু তিনি ঠিকানা লেখার সময় মজার কাণ্ড(Viral News) ঘটিয়ে বসেছেন। তিনি লিখেছেন নিজের নাম এবং বাড়ির ঠিকানা। এই পর্যন্ত ঠিক ছিল। কিন্তু তারপরে তিনি যা যোগ করেছেন তা মজার।
advertisement
আরও পড়ুন: অর্ধনগ্ন পোশাক! খোলা বুক! উরফি জাভেদকে শপিংমলে ঢুকতেই দিলেন না গার্ড! ভাইরাল ভিডিও
ব্যক্তি লিখেছেন, "গোলাপি রঙের বাড়ি। কচি কচি বলে চিৎকার করুন।" এই ঠিকানা দেখেই সকলে হাসিতে ফেটে পড়েছেন। অনেকেই লিখেছেন , 'যাচ্ছি আপনার বাড়ির সামনে কচি কচি বলে ডাকবো।" কেউ বলেছেন, "ভারী মজার ঠিকানা তো।" আবার কেউ বলেছেন, "একেবারে সহজ উপায় বার করেছেন ভদ্রলোক। এতে ডেলিভারি ম্যানের সুবিধা হবে।"
যদিও এই নিয়ে ফ্লিপকার্টের(Flip Kart) তরফে এখনও কিছু রিপ্লাই করা হয়নি। কিন্তু এর আগেই এমন এক ঠিকানা ভাইরাল হয়েছিল। সেখানে এক ব্যক্তি ঠিকানাতে যোগ করেছিলেন, " মন্দিরের সামনে এসে ফোন করবেন।" যা দেখে সংস্থার তরফে মজাদার একটি ট্যুইট করা হয়েছিল। সেখানে সংস্থার তরফে লেখা হয়েছিল, "ঘর এক মন্দির হ্যায়।" এবার ঠিক তেমন ভাবেই ভাইরাল হয়েছে এই ঠিকানা।