সম্প্রতি এক রেডিট ইউজার ১০ টাকা দামের কুরকুরে সলিড মস্তি টুইসটিজের প্যাকেটে কতটা চিপস থাকে তা শেয়ার করেছেন। সোশ্যাল মিডিয়ায় তার ছবিও শেয়ার করেছেন তিনি। আর সেই ছবি পোস্ট হতেই ভাইরাল হয়েছে। দশ টাকার সেই প্যাকেট একটি বাটিতে ঢেলে ইলেকট্রনিক ওজন মাপার যন্ত্রের উপর রেখে সেই ছবি দিয়েছেন তিনি। সেখানে দেখা যাচ্ছে প্যাকেটে রয়েছে ২৪ গ্রাম খাবার।
advertisement
আরও পড়ুন: পুরুষরা কোন বয়সে বিছানায় সেরা পারফর্ম করতে পারেন? গবেষণায় চমকে দেওয়া তথ্য
শুধু তাই নয়, প্যাকেটের পিছনের লেখাও শেয়ার করেছেন তিনি। লিখেছেন, প্যাকেটের গায়ে লেখা রয়েছে মোট ওজন ২৫ গ্রাম। প্রতি গ্রামের জন্য দাম ০.৪০ টাকা। কিন্তু ওজন করে দেখা যাচ্ছে তাতে রয়েছে ২৪ গ্রাম চিপস। অর্থাৎ, প্যাকেটে লেখা তথ্য ভুল এবং ১০ টাকার ওই প্যাকেটে কম চিপস রয়েছে বলেই মন্তব্য করেছেন তিনি। এই পোস্ট মুহূর্তে ভাইরাল হয়েছে। অনেকেই এই সমস্যার সঙ্গে নিজেদের মিল পেয়েছেন।
আরও পড়ুন: 'রাখে হরি, মারে কে', ধ্বংসস্তূপের নীচে বেঁচে ১২৮ ঘণ্টা, তুরস্কে মিলল রহস্যময় শিশু! তোলপাড় বিশ্ব
কেউ লিখেছেন, ২৪ গ্রাম খাবার ও ১ গ্রাম হাওয়া রয়েছে ওই প্যাকেটে। অনেকে আবার বিরক্ত হয়ে লিখেছেন, সকলেই জানেন চিপসের প্যাকেটের হাওয়ার জন্য টাকা দিই আমরা। খাবার তাতে থাকেই না। অনেকে আবার প্রশ্ন করেছেন, আপনি কি ওই ১ গ্রামের হিসেব মেলাতে বসেছেন? তাহলে আপনি উন্মাদ।