আরও পড়ুন-দুর্গন্ধ পেয়েও বেঁচে ওঠার আশায় দম্পতি দু’মাস আটকে রেখেছিলেন মেয়ের মৃতদেহ !
আসলে, তৃতীয় বিবাহবার্ষিকী বলে কথা। আর তাতেই ঘটল ঘোর বিপত্তি। স্ত্রীর সঙ্গে যৌন মিলনের সময় প্রবল উত্তেজনার বশে শেষ পর্যন্ত গোপনাঙ্গ ভাঙল স্বামীর। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে লন্ডন শহরের অদূরে লিভারপুলে। এই ঘটনা সামনে আসার পর থেকেই প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে লন্ডন শহরে।
advertisement
জানা গিয়েছে, ওই লিভারপুল শহরের দম্পতি হলেন রব অ্যান্ড্রুজ (Rob Andrews) ও তাঁর স্ত্রী ইসাবেলা উলফ (Isabella Woolf)। গত কয়েকদিন আগেই বিবাহের তৃতীয় বার্ষিকী উদযাপন করেছেন ওই দম্পতি। তৃতীয় বিবাহ বার্ষিকী মহা সমারোহে পালন ও স্মরণীয় করে রাখতে চেয়েছিলেন তাঁরা। কিন্তু তাতেই ঘটল ঘোর বিপত্তি।
জানা গিয়েছে, তৃতীয় বিবাহ বার্ষিকী উদযাপন করতে ওই দম্পতি লিভারপুল শহর থেকে বেশ কয়েক মাইল দূরে একটি হোটেল বুক করেন। ওই দিন তাঁরা বেশ আনন্দেই ছিলেন। পাশাপাশি তৃতীয় বিবাহ বার্ষিকীর দিনে স্ত্রী ইসাবেলার সঙ্গে যৌন মিলনের জন্য প্রবল উত্তেজিত হয়ে পড়েন স্বামী রব। এই পর্যন্ত সব ঠিকই ছিল, কোথাও কোনও সমস্যা দেখা দেয়নি।
কিন্তু, জানা গিয়েছে যে, যৌন মিলনের সময় প্রচুর পরিমাণে মদ্যপান করেন তাঁরা। পাশাপাশি সঙ্গমের সময়ে উত্তেজনা বাড়াতে ভায়াগ্রা সেবন করেন রব।
প্রচুর পরিমাণে মদ্যপান ও ভায়াগ্রা সেবন করে হোটেলের ঘরে যৌন মিলনে আবদ্ধ হন তাঁরা। এরপ রই ঘটে দুর্ঘটনা। জানা গিয়েছে, মদ্যপানের পরে বেসামাল হয়ে পড়েন ওই দম্পতি।
খুব সম্ভবত সেই কারণেই উত্তেজনা বাড়াতে ভায়াগ্রা সেবন করেন রব।
ভায়াগ্রা সেবন করে সঙ্গমকালে প্রবল উত্তেজনার চরম মুহূর্তে গোপনাঙ্গ ভেঙে যায় রবের। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা লন্ডন শহর জুড়ে।