TRENDING:

Viral News: আচ্ছা বলুন তো, ভিখারিরা একদিনে কত টাকা আয় করে? ২৪ ঘণ্টার ইনকাম জানলে আঁতকে উঠবেন, ভিডিও ভাইরাল

Last Updated:

Viral News: ভারতের ধনী ভিক্ষুকদের খবরও ছিল বহুল আলোচিত। এই ভিক্ষুকদের মধ্যে একজন মুম্বাইয়ের একটি ফ্ল্যাটের মালিকও হয়ে উঠেছে। এমতাবস্থায় একটা বড় প্রশ্ন জাগে যে ভারতে ভিক্ষা করে বেঁচে থাকা কি সত্যিই সহজ?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: এমন অনেক খবর সোশ্যাল মিডিয়ায় দেখা যায় যাতে বলা হয় কিভাবে কিছু ভিক্ষুক সারাদিন ভিক্ষা করে তারপরও আরামদায়ক জীবনযাপন করে। ভারতের ধনী ভিক্ষুকদের খবরও ছিল বহুল আলোচিত। এই ভিক্ষুকদের মধ্যে একজন মুম্বাইয়ের একটি ফ্ল্যাটের মালিকও হয়ে উঠেছে। এমতাবস্থায় একটা বড় প্রশ্ন জাগে যে ভারতে ভিক্ষা করে বেঁচে থাকা কি সত্যিই সহজ?
আচ্ছা বলুন তো, ভিখারিরা একদিনে কত টাকা আয় করে?
আচ্ছা বলুন তো, ভিখারিরা একদিনে কত টাকা আয় করে?
advertisement

মানুষের এই বিভ্রান্তি দূর করার চেষ্টা করলেন কলকাতায় বসবাসকারী এক যুবক৷ যিনি একদিনের জন্য ভিক্ষুক হয়ে কলকাতার রাস্তায় ভিক্ষা করলেন। এর পরে তিনি মানুষকে দেখিয়েছিলেন যে তিনি একদিনে কত টাকা উপার্জন করতে সক্ষম হয়েছেন। দিন শেষে যখন মানুষ তার উপার্জন দেখেছিল, তখন তারা অবাক হয়ে গিয়েছিল। এটা সত্য যে সোশ্যাল মিডিয়াতে যা দেখানো হয় তা সবসময় সঠিক নয়।

advertisement

আরও পড়ুন-মাত্র ৭ দিনেই ভ্যানিশ থলথলে চর্বি! মুখে রাখুন খালি এক টুকরো, নিংড়ে বার করবে পেটের নোংরা ময়লা, ‘সুগার’ থাকলে ভুলেও ছোঁবেন না…

সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ২৪ ঘণ্টায় ভিক্ষুক হওয়ার চ্যালেঞ্জ নিয়েছিলেন। তারপর সেই ব্যক্তি ছেঁড়া কাপড় পরে কলকাতার রাস্তায় ২৪ ঘণ্টা ভিক্ষা করেন। চ্যালেঞ্জের শেষে, উদ্দেশ্য ছিল ভিক্ষুকরা একদিনে কত টাকা আয় করে তা খুঁজে বের করা। রাস্তায়-মোড়ে-মোড়ে গিয়ে লোকজনের কাছে টাকা চাইতে যাওয়া এই যুবককে অনেকবার অপমানিত হয়ে খালি হাতে ফিরতে হয়েছে। কেউ কেউ আবার তাকে এক-দুই টাকা দিয়েও দেন।

advertisement

আরও পড়ুন-ভয়ঙ্কর শক্তি বাড়ছে সূর্যের…! তেজে জ্বলেপুড়ে শেষ হবে ৫ রাশির জীবন, বিরাট অর্থহানি কাঙাল করে ছাড়বে, দুর্ঘটনার প্রবল সম্ভাবনা

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

ভিডিওতে দেখা যায়, ওই যুবক মানুষের কাছে ভিক্ষা করে এত টাকা আয় করেছেন । কেউ তাকে দুই টাকা দিয়েছে আবার কেউ তাকে কিছুই না দিয়ে চল গেছে। ২৪ ঘণ্টা ভিক্ষা করার পরে, যুবকটি মাত্র ৩৪ টাকা সংগ্রহ করেছিলেন। অবশেষে এক অভাবী মহিলাকে এই টাকা দিয়েও দিলেন যুবক। কিন্তু এই ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় বিতর্ক। এই একদিন নষ্ট করে যুবক বড় ক্ষতি করেছে বলে অনেকেই জানান। যেখানে অনেকই আবার অভাবী মহিলাকে অর্থ প্রদান করা পছন্দ করেছেন। যুবকটিকে সোশ্যাল মিডিয়ায় লক্ষ লক্ষ লোক অনুসরণ করে। ঝড়ের গতিতে এই ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল৷

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral News: আচ্ছা বলুন তো, ভিখারিরা একদিনে কত টাকা আয় করে? ২৪ ঘণ্টার ইনকাম জানলে আঁতকে উঠবেন, ভিডিও ভাইরাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল