TRENDING:

Viral News: সাত বছর ধরে অন্তঃস্বত্ত্বা এই মহিলা! দশম সন্তান আসবে আগামী ফেব্রুয়ারিতে

Last Updated:

অস্ট্রেলিয়ার বাসিন্দা ওই মহিলাকে নিয়ে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার জোরদার আলোচনায় হচ্ছে। ওই মহিলা ইতিমধ্যেই ৯টি সন্তানের জননী, বর্তমানে অন্তঃস্বত্ত্বা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সিডনি: সন্তানের জন্ম দেওয়া নাকি পৃথিবীর অন্যতম সেরা অনুভব, সকলেই এমন কথা বলেন। কিন্তু সন্তান জন্ম দেওয়াই তো নারীর একমাত্র পরিচয় হতে পারে না। চিন, জাপানে জন্ম হার একেবারে তলানিতে ঠেকেছে। আবার ভারতের মতো দেশে ক্রমাগত বাড়ছে জনসংখ্যা। এদিকে অস্ট্রেলিয়ার এক মহিলা একের পর এক জন্ম দিয়েই চলেছেন।
সাত বছর ধরে অন্তঃস্বত্ত্বা এই মহিলা! দশম সন্তান আসবে আগামী ফেব্রুয়ারিতে (Photo: Instagram/chloeandbeans)
সাত বছর ধরে অন্তঃস্বত্ত্বা এই মহিলা! দশম সন্তান আসবে আগামী ফেব্রুয়ারিতে (Photo: Instagram/chloeandbeans)
advertisement

অস্ট্রেলিয়ার বাসিন্দা ওই মহিলাকে নিয়ে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার জোরদার আলোচনায় হচ্ছে। ওই মহিলা ইতিমধ্যেই ৯টি সন্তানের জননী, বর্তমানে অন্তঃস্বত্ত্বা। তিনি দশম সন্তানের জন্ম দিতে চলেছেন। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় তাঁকে অনেকেই ট্রোলও করেছেন।

আরও পড়ুন- শাড়ি পরে খোলা চুলে লোহার রড থেকে উল্টো হয়ে ঝুলছেন যুবতী; কীর্তি দেখে তাজ্জব নেটমাধ্যম

advertisement

সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রেলিয়ার বাসিন্দা ক্লোই গত ৭ বছর ধরে সন্তান ধারণ করে চলেছেন। প্রায় প্রতি বছরই তিনি গর্ভবতী হচ্ছেন। বর্তমানে তাঁর ৯টি সন্তান রয়েছে। ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে তিনি তাঁর দশম সন্তানের জন্ম দিতে চলেছেন।

(Photo: Instagram/chloeandbeans)

advertisement

অনেকেই হয়তো জানেন যে, ২০২১ সালের বিশ্ব ব্যাঙ্কের রিপোর্ট অনুযায়ী পৃথিবীর মোট জনসংখ্যা ছিল ৭৮৮ কোটিরও বেশি। এমন পরিস্থিতিতে ক্লোয়ের কথা জেনে অনেকেই অবাক হয়েছেন।

আরও পড়ুন- শুধু ধনী ব্যক্তিদেরই ডেট করেন এই মহিলা, প্রথম ডেটেই দেখতে চান সঙ্গীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট !

সম্প্রতি, ক্লো তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ‘Chloeandbeans’-এ একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে তিনি তাঁর স্বামী এবং সন্তানদের সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন। অন্য একটি ছবিতে তাঁকে দেখা যাচ্ছে নয় সন্তানের সঙ্গে দাঁড়িয়ে আল্ট্রাসাউন্ড ইমেজ দেখাচ্ছেন, তাঁর দশম সন্তান। কয়েক সেকেন্ডের ওই ভিডিও-তে দেখা যাচ্ছে, ক্লোয়ের সন্তানরা একের পর এক এগিয়ে আসছে এবং স্বামীর পাশে এসে দাঁড়াচ্ছেন। একেবারে শেষে ক্লো-কে দেখা যাচ্ছে আল্ট্রাসাউন্ডের ছবি তুলে ধরতে।

advertisement

ক্লো জানিয়েছেন, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তাদের দশম সন্তানের আগমন ঘটবে। ক্লো আগের ভিডিও-গুলিতে বলেছিলেন যে তিনি আলাদা আলাদা ভাবে ৯ বার গর্ভবতী হননি, বেশ কয়েকবার তিনি একবারে দু’টি সন্তান এমনকী তিনটি সন্তানেরও জন্ম দিয়েছেন।

সেরা ভিডিও

আরও দেখুন
অরণ্যের নাম গণপুর, কলকাতার খুব কাছে মাত্র ৫০ টাকা খরচে গভীর জঙ্গলে সঙ্গীকে নিয়ে ঘুরে আসুন!
আরও দেখুন

ক্লো এবং তাঁর স্বামী নিজেদের সন্তানদের নিয়ে খুব খুশি। তবে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা ক্লোয়ের এমন সিদ্ধান্তে খুব একটা খুশি নন। যে ভিডিও-টির কথা বলা হচ্ছে সেটি এখনও পর্যন্ত প্রায় ৪৮ লক্ষ মানুষ দেখেছেন। অনেকেই কমেন্ট সেকশনে এসে মন্তব্যও করেছেন। কেউ কেউ ক্লো এবং তাঁর স্বামীর সামর্থ্য নিয়েও প্রশ্ন তুলেছেন।

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral News: সাত বছর ধরে অন্তঃস্বত্ত্বা এই মহিলা! দশম সন্তান আসবে আগামী ফেব্রুয়ারিতে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল