Viral Video: শাড়ি পরে খোলা চুলে লোহার রড থেকে উল্টো হয়ে ঝুলছেন যুবতী; কীর্তি দেখে তাজ্জব নেটমাধ্যম

Last Updated:

Viral Video of Girl Perform Stunt in Saree: গোলাপি শাড়ি আর খোলা চুল। পুল-আপ বারে রীতিমতো ঝড় তুললেন ওই যুবতী।

শাড়ি পরে খোলা চুলে লোহার রড থেকে উল্টো হয়ে ঝুলছেন যুবতী; কীর্তি দেখে তাজ্জব নেটমাধ্যম
শাড়ি পরে খোলা চুলে লোহার রড থেকে উল্টো হয়ে ঝুলছেন যুবতী; কীর্তি দেখে তাজ্জব নেটমাধ্যম
কলকাতা: কে বলেছে, শাড়ি পরে খেলাধূলা কিংবা কসরত হয় না! যদিও অনেকেই মনে করেন, শাড়ি পরলে ছোটাছুটি করে কাজ করতে অসুবিধা হয়। কিন্তু বিষয়টা একেবারেই সত্যি নয়। এটা আরও একবার প্রমাণ করে দিলেন ইনস্টাগ্রাম ব্যবহারকারী শালু। গোলাপি শাড়ি আর খোলা চুল। পুল-আপ বারে রীতিমতো ঝড় তুললেন ওই যুবতী। শাড়ি পরে তাঁর এই কসরত দেখে হাঁ হয়ে গিয়েছেন নেটিজেনরাও।
সংবাদমাধ্যম সূত্রে খবর, শালু আসলে একজন ফিটনেস মডেল। অবশ্য আরও একটা পরিচয়ও রয়েছে তাঁর। শালু একজন জিমন্যাস্টও বটে। আর সেই কাজে তাঁর দক্ষতা আলাদা করে বলে দিতে হয় না। কারণ তাঁর প্রমাণ মিলেছে সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিও-তে। তা খুবই জনপ্রিয় হয়েছে। কারণ শাড়ি পরে এই ধরনের স্টান্ট করলে তা আলুথালু হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। গা থেকে শাড়ি সরে গিয়ে বিড়ম্বনার মধ্যেও পড়তে হয় অনেক সময়। তাই স্টান্টের জন্য শাড়িটাকে এড়িয়ে চলেন অনেকে। অথচ সেই শাড়ি পরে সুচারু ভাবে এই কাজ দক্ষতার সঙ্গে সম্পাদন করেছেন শালু।
advertisement
advertisement
কিন্তু কী এমন দেখা যাচ্ছে ভিডিওটিতে? ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে, গোলাপি লেহরিয়া শাড়ি, স্লিভলেস কালো ব্লাউজ এবং খোলা চুলে পুল-আপ বারে গিয়ে বসেছেন শালু। পুল-আপ বার হল লোহার রড। মূলত এই রড ধরে ঝুলেই কসরত করা হয়। অথচ শালু সেই রডের উপর বসে আচমকাই ঘুরতে শুরু করেন। তা-ও অত্যন্ত দ্রুত গতিতে। এর পর কিছুক্ষণ ওই পুল-আপ বার থেকে উল্টো হয়ে ঝুলতে দেখা যায় ওই যুবতীকে। এর পর পুল-আপ বার থেকে নেমে হাসতে হাসতে সামনের গদিতে বসে পড়েন তিনি। পুরো ব্যাপারটা এতটাই দক্ষতার সঙ্গে মসৃণ ভাবে শালু সম্পন্ন করেছেন যে, সকলেই তাঁর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।
advertisement

View this post on Instagram

A post shared by Shalu Kirar (@shalugymnast)

advertisement
ভাইরাল ওই ভিডিওটির ভিউ ৯০ লক্ষ পার করেছে। সাত লক্ষেরও বেশি মানুষ এটি পছন্দও করেছেন। কমেন্ট বাক্সে উপচে পড়েছে ভক্তদের ভালবাসা। এক নেটিজেনের মন্তব্য, “মেয়েদের তো এমনই হওয়া উচিত। কী চমৎকার! শালু দারুণ কাজ করেছেন।” আর এক নেটিজেন বলেন যে, “শাড়ি পরে এই কাজ করা অনন্য বিষয়।” আবার এক নেটাগরিকের মন্তব্য, “মেয়েটি এমন বিপজ্জনক স্টান্ট করেছে যে, দেখেই ভয় লাগছে!”
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: শাড়ি পরে খোলা চুলে লোহার রড থেকে উল্টো হয়ে ঝুলছেন যুবতী; কীর্তি দেখে তাজ্জব নেটমাধ্যম
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement