TRENDING:

Viral News: খাবারে বিষ মিশিয়ে পুত্রবধূকে হত্যার চেষ্টা! অবশেষে সামনে এল সত্য

Last Updated:

Poison in Food: রেডিটের মাধ্যমে, একজন মহিলা শেয়ার করেছেন যে কী ভাবে তাঁর শাশুড়ি তাঁর খাবারে এমন কিছু মিশিয়ে তাঁকে খাওয়ান যে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: পুত্রবধূর সঙ্গে শাশুড়ির বিরোধ এবং শাশুড়ির সঙ্গে পুত্রবধূর বিরোধ এ আমাদের সমাজের নিত্যকালের ঘটনা। প্রায়ই এই দুই সম্পর্কের মধ্যে নানা বিষয়ে পার্থক্য এবং বিরোধ থাকে। বিশেষ করে দু’জনেই যদি তাদের কথায় অটল থাকে, তাহলে অনেক সময় তাদের সামলে রাখা সবার পক্ষেই কঠিন হয়ে পড়ে। তবে সে সবই সাময়িক ব্যাপার। তাই প্রাণঘাতী কোনও প্রচেষ্টা বা ব্যাপক ভাবে ক্ষতি করার মতো ঘটনার কথা সামনে এলে আমরা যারপরনাই চমকে উঠি (Viral News)।
Representative Image
Representative Image
advertisement

এমনই এক অভিজ্ঞতার কথা জানালেন এক মহিলা। ওই মহিলার অভিজ্ঞতা শুনলে যে কোনও মানুষের মাথা খারাপ হয়ে যাবে। রেডিটের মাধ্যমে, একজন মহিলা শেয়ার করেছেন যে কী ভাবে তাঁর শাশুড়ি তাঁর খাবারে এমন কিছু মিশিয়ে তাঁকে খাওয়ান যে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। ওই মহিলা শাশুড়ির দেওয়া খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন (Poison in Food)।

advertisement

আরও পড়ুন-Easy Digest Milk: বাজারে এল ‘ইজি ডাইজেস্ট মিল্ক’, ল্যাকটোজ ইনটলারেন্স কমাতে অপরিহার্য এই দুধ !

কেন এমন করেছিলেন ওই মহিলার শাশুড়ি? এর উত্তরে মহিলা জানান, তাঁর শাশুড়ি তাঁদের দু'জনের জন্য খাবার নিয়ে এসেছিলেন। তিনি যথারীতি বেশ ভাল ভাবে পুত্র ও পুত্রবধূর খাবার পরিবেশন করেন। কিন্তু আশ্চর্যজনক ভাবে শাশুড়ি তাঁদের দু'জনের জন্য ভিন্ন ভিন্ন খাবার এনেছিলেন। এই ঘটনা প্রাথমিক ভাবে মহিলার অদ্ভুত লাগলেও তিনি কিছু জিজ্ঞেস না করেই খাবার খেতে থাকেন। খাবারের স্বাদে কিছুটা তিক্ততা অনুভব করলেও দ্বিধায় কিছু বলতে পারেননি। কিন্তু যখন তিনি সাংঘাতিক অসুস্থ হয়ে পড়েন এবং বিশেষ ভাবে খাবারের দিকে নজর দেন তখন কিছু কালো পাউডারের মতো স্টাফিং পান খাবারের মধ্যে।

advertisement

আরও পড়ুন-Viral News: নারী শরীরের চুল কিনতে উৎসাহী মানুষ, বিক্রি করে মোটা টাকা আয় করেন এই মডেল!

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

খাবারে পাউডার রয়েছে কেন জানতে চাইলে শাশুড়ি বলেন, এটা একটা নতুন ধরনের মশলা যেটি তার এক বন্ধু তাকে দিয়েছেন। কিন্তু পরের মুহূর্তেই ওই মহিলা বমি করতে শুরু করেন এবং কিছুক্ষণের মধ্যে তাঁর অবস্থা খুব খারাপ হয়ে যায়। এর পরে ওই মহিলার স্বামী তাঁর মাকে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করেন। স্ত্রীর স্বাস্থ্যের অবনতি হলে খাবারে সন্দেহজনক পাউডার পাওয়া নিয়ে প্রশ্ন করতে থাকেন স্বামী। কিন্তু এই ঘটনার ফল হয় উল্টো। ওই মহিলার শাশুড়ি পুত্রবধূর বিরুদ্ধে অপমানের অভিযোগ এনে তাকে হেনস্থা করতে চান। এই ঘটনাটি Reddit-এ শেয়ার করার পরে, অনেক মানুষই মনে করছেন যে শাশুড়ি তাঁকে বিষ দেওয়ার চেষ্টা করেছিলেন। একজন আবার বলেছেন, দু'জনের জন্য আলাদা ভাবে খাবার আনা এবং পরিবেশন করা থেকেই বিষয়টি পরিষ্কার হয়।

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral News: খাবারে বিষ মিশিয়ে পুত্রবধূকে হত্যার চেষ্টা! অবশেষে সামনে এল সত্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল