আরও পড়ুন: মুহূর্তের মধ্যে লতা মঙ্গেশকর হয়ে গেলেন শিল্পী! যেন ম্যাজিক, দেখুন ভাইরাল ভিডিও
এলারি নামের ওই মহিলা নখের উপর এমন নীল কালির দাগ এবং তার খরচ শুনে চমকে উঠেছেন। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সেই ম্যানিকিওর ও আর্ট করা নখের ছবি (Viral News)। সেই নেল আর্ট দেখে তাঁর মনে হচ্ছে যেন, কোনও শিশু জেল পেন দিয়ে নখের উপর দাগ কেটে দিয়েছে। টিকটকে সেই ভিডিও শেয়ার করেছেন ওই যুবতী। তার সঙ্গে নিজের মনের দুঃখের কথাও জানিয়েছেন। এমন অদ্ভুত ডিজাইনের উপর এমন ভয়ঙ্কর নেল আর্ট দেখে নিজেই বিমর্ষ হয়ে পড়েছেন যুবতী।
advertisement
আরও পড়ুন: বিস্কুটের গায়ে ফুটো করা থাকে কেন? কোনওদিন ভেবেছেন?
অনেকেই এলারির সেই ভিডিওতে কমেন্ট করেছেন। কেউ জানতে চেয়েছেন, এর জন্য কি পয়সা দিয়েছেন আপনি? অনেকেই আবার সরাসরি তাঁকে বলেছেন, বাজে ভাবে ঠকানো হয়েছে তাঁকে। কেউ আবার এলারির কথার সঙ্গে সহমত হয়ে বলেছেন, সত্যিই এই নেল আর্ট দেখে মনে হচ্ছে কোনও বাচ্চা নীল জেল পেন দিয়ে এঁকে দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় আপাতত ভাইরাল এই ছবি (Viral News)।