TRENDING:

Bride Groom News: সেজেগুজে রাতভর অপেক্ষায় কনে! শারীরিক সম্পর্ক করে পলাতক বর? যা জানা গেল তাতে মেয়ের বাবার পায়ের নীচে মাটি সরে গেল

Last Updated:

Bride Groom News: কনের বাবা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগে তিনি সাফ উল্লেখ করেছেন যে তাঁর মেয়ের সঙ্গে ওই যুবকের শারীরিক সম্পর্ক ছিল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বছর শুরু থেকেই দেশে বেশ কয়েকটি বিতর্কিত বিয়ের ঘটনা প্রকাশ্যে এসেছে। কোথাও কনে নিজেই মালাবদলের সময়ে বর দেখে চেঁচিয়ে উঠেছেন, পরে বোঝা গিয়েছে ওই ব্যক্তি সেই পাত্র নন, যাঁর সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল! নেশাখোর বরকে বিয়ে না করার প্রতিবাদও করেছেন কনে, এসেছে তেমন খবরও। কোনও ক্ষেত্রেই বলাই বাহুল্য বিয়েটা আর শেষ পর্যন্ত হয়ে ওঠেনি। এবার উত্তরপ্রদেশ থেকেও যে বিয়ের খবর এল, সেখানেও শেষ পর্যন্ত বিয়ে না হওয়ার কথাই উঠে এসেছে। কিন্তু বিষয়টি একেবারে ভিন্ন। উত্তরপ্রদেশের সীতাপুরের লাহারপুর কোতোয়ালি এলাকা থেকে বরের কুকীর্তির এক ন্যক্কারজনক ঘটনা সামনে এসেছে, যেখানে তিন বছরের প্রেমের পর বিয়ের ঠিক আগে বর পালিয়ে গিয়েছেন। কনের বাবা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগে তিনি সাফ উল্লেখ করেছেন যে তাঁর মেয়ের সঙ্গে ওই যুবকের শারীরিক সম্পর্ক ছিল।
AI Generated Image
AI Generated Image
advertisement

জানা গিয়েছে যে, মেয়ের বাবা হামিদ বিয়ের সব ব্যবস্থা করেছিলেন। বিয়ের রাতে সবাই  বরযাত্রী আসার অপেক্ষায় ছিলেন। কিন্তু সেই যুবক বরযাত্রী নিয়ে আসেননি। যখন খবর ছড়িয়ে পড়ল যে বর আসছেন না, তখন মেয়েটির বাড়িতে কান্নাকাটি শুরু হয়ে যায়। মেয়ের বাবা হামিদ এর পর লাহারপুর থানায় লিখিত আবেদন জমা দিয়ে অভিযোগ দায়ের করেছেন। যেখানে তিনি বর আমনের বিরুদ্ধে অভিযোগ করেছেন যে প্রেমের সম্পর্ক চলার সময়ে আমন তাঁর মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করেছিলেন।

advertisement

১৫ জুলাই বরযাত্রী আসার কথা ছিল 

তথ্য অনুযায়ী, থাথেরি টোলার বাসিন্দা হামিদের মেয়ের বিয়ে ১৫ জুলাই হওয়ার কথা ছিল। বিয়ে একই এলাকার বাসিন্দা আমনের সঙ্গে হওয়ার কথা ছিল। আমন এবং হামিদের মেয়ের মধ্যে বিগত তিন বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আমন তাঁর প্রেমিকার সঙ্গে বেশ কয়েকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন বলে অভিযোগ। এর পর মেয়ের পরিবার থেকে বিয়ের কথা বলা হলে আমন বিয়ে করতে অসম্মতি জানান। আমনের সঙ্গে তাঁর পরিবারের সদস্যরাও এই বিয়েতে আপত্তি জানান।

advertisement

আরও পড়ুন : আজ লক্ষ্মীবারে আষাঢ় সংক্রান্তি! একটু হলেও খান এই সবজি! কাঁচা হলুদ দিয়ে বাড়ির প্রধান দরজায় করুন ছোট্ট কাজ! মা লক্ষ্মীর আশীর্বাদে বছরভর টাকা গুনে শেষ করতে পারবেন না!

আসল ঘটনা

২৭ জুন এলাকার মানুষজন একটি পঞ্চায়েত সভা ডাকেন। এখানে পঞ্চায়েত উভয় পরিবারের মধ্যে একটি চুক্তি করার পর ১৫ জুলাই বিয়ে করার নির্দেশ দেয়। পঞ্চায়েতের সেই আদেশের কারণে হামিদ তাঁর মেয়ের বিয়ের সমস্ত প্রস্তুতি নিয়ে তৈরি ছিলেন। কিন্তু, আমন বাড়ি থেকে পালিয়ে যান। আমনের এবং মেয়ের বাড়িতে আসা সকল অতিথিরাও তাঁদের নিজের নিজের বাড়িতে ফিরে যান। বর্তমানে পুলিশ এই বিষয়টির তদন্ত করছে।

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Bride Groom News: সেজেগুজে রাতভর অপেক্ষায় কনে! শারীরিক সম্পর্ক করে পলাতক বর? যা জানা গেল তাতে মেয়ের বাবার পায়ের নীচে মাটি সরে গেল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল