জানা গিয়েছে যে, মেয়ের বাবা হামিদ বিয়ের সব ব্যবস্থা করেছিলেন। বিয়ের রাতে সবাই বরযাত্রী আসার অপেক্ষায় ছিলেন। কিন্তু সেই যুবক বরযাত্রী নিয়ে আসেননি। যখন খবর ছড়িয়ে পড়ল যে বর আসছেন না, তখন মেয়েটির বাড়িতে কান্নাকাটি শুরু হয়ে যায়। মেয়ের বাবা হামিদ এর পর লাহারপুর থানায় লিখিত আবেদন জমা দিয়ে অভিযোগ দায়ের করেছেন। যেখানে তিনি বর আমনের বিরুদ্ধে অভিযোগ করেছেন যে প্রেমের সম্পর্ক চলার সময়ে আমন তাঁর মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করেছিলেন।
advertisement
১৫ জুলাই বরযাত্রী আসার কথা ছিল
তথ্য অনুযায়ী, থাথেরি টোলার বাসিন্দা হামিদের মেয়ের বিয়ে ১৫ জুলাই হওয়ার কথা ছিল। বিয়ে একই এলাকার বাসিন্দা আমনের সঙ্গে হওয়ার কথা ছিল। আমন এবং হামিদের মেয়ের মধ্যে বিগত তিন বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আমন তাঁর প্রেমিকার সঙ্গে বেশ কয়েকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন বলে অভিযোগ। এর পর মেয়ের পরিবার থেকে বিয়ের কথা বলা হলে আমন বিয়ে করতে অসম্মতি জানান। আমনের সঙ্গে তাঁর পরিবারের সদস্যরাও এই বিয়েতে আপত্তি জানান।
আসল ঘটনা
২৭ জুন এলাকার মানুষজন একটি পঞ্চায়েত সভা ডাকেন। এখানে পঞ্চায়েত উভয় পরিবারের মধ্যে একটি চুক্তি করার পর ১৫ জুলাই বিয়ে করার নির্দেশ দেয়। পঞ্চায়েতের সেই আদেশের কারণে হামিদ তাঁর মেয়ের বিয়ের সমস্ত প্রস্তুতি নিয়ে তৈরি ছিলেন। কিন্তু, আমন বাড়ি থেকে পালিয়ে যান। আমনের এবং মেয়ের বাড়িতে আসা সকল অতিথিরাও তাঁদের নিজের নিজের বাড়িতে ফিরে যান। বর্তমানে পুলিশ এই বিষয়টির তদন্ত করছে।