Ashada Sankranti Rituals: আজ লক্ষ্মীবারে আষাঢ় সংক্রান্তি! একটু হলেও খান এই সবজি! কাঁচা হলুদ দিয়ে বাড়ির প্রধান দরজায় করুন ছোট্ট কাজ! মা লক্ষ্মীর আশীর্বাদে বছরভর টাকা গুনে শেষ করতে পারবেন না!

Last Updated:
Ashada Sankranti Rituals: এই বিশেষ দিনে পালন করুন কিছু জ্যোতিষ টোটকা৷ মনে করা হয় এর ফলে জীবনে শুভ সূচনা হবে৷ পাথরচাপা কপালে খুলে যাবে সৌভাগ্যের ঝাঁপি৷
1/7
বৃহস্পতিবার, মা লক্ষ্মীর সাপ্তাহিক পুজোর বিশেষ দিনে পড়েছে আষাঢ় সংক্রান্তি৷ বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে অবশ্য বুধবারই পালিত হয়েছে এই বিশেষ তিথি৷ গুপ্ত প্রেস পঞ্জিকা মতে এই পুণ্যতিথি পড়েছে বৃহস্পতিবার৷
বৃহস্পতিবার, মা লক্ষ্মীর সাপ্তাহিক পুজোর বিশেষ দিনে পড়েছে আষাঢ় সংক্রান্তি৷ বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে অবশ্য বুধবারই পালিত হয়েছে এই বিশেষ তিথি৷ গুপ্ত প্রেস পঞ্জিকা মতে এই পুণ্যতিথি পড়েছে বৃহস্পতিবার৷
advertisement
2/7
এই বিশেষ দিনে পালন করুন কিছু জ্যোতিষ টোটকা৷ মনে করা হয় এর ফলে জীবনে শুভ সূচনা হবে৷ পাথরচাপা কপালে খুলে যাবে সৌভাগ্যের ঝাঁপি৷ বলছেন জ্যোতিষ বিশারদ পণ্ডিত কল্কি রাম৷
এই বিশেষ দিনে পালন করুন কিছু জ্যোতিষ টোটকা৷ মনে করা হয় এর ফলে জীবনে শুভ সূচনা হবে৷ পাথরচাপা কপালে খুলে যাবে সৌভাগ্যের ঝাঁপি৷ বলছেন জ্যোতিষ বিশারদ পণ্ডিত কল্কি রাম৷
advertisement
3/7
আষাঢ় সংক্রান্তির দিন অশ্বত্থ গাছের নীচে ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন৷ তার পর সাত বার গাছটিকে প্রদক্ষিণ করে সংসারের মঙ্গল কামনা করুন৷
আষাঢ় সংক্রান্তির দিন অশ্বত্থ গাছের নীচে ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন৷ তার পর সাত বার গাছটিকে প্রদক্ষিণ করে সংসারের মঙ্গল কামনা করুন৷
advertisement
4/7
এদিন সন্ধ্যায় মা লক্ষ্মী এবং নারায়ণের মূর্তি বা বিগ্রহের সামনে আতপচাল এবং পদ্মফুল নিবেদন করুন৷ প্রজ্বলন করুন ঘিয়ের প্রদীপ৷ এতে সংসারে সম্পদ ও শ্রী বৃদ্ধি হয়৷
এদিন সন্ধ্যায় মা লক্ষ্মী এবং নারায়ণের মূর্তি বা বিগ্রহের সামনে আতপচাল এবং পদ্মফুল নিবেদন করুন৷ প্রজ্বলন করুন ঘিয়ের প্রদীপ৷ এতে সংসারে সম্পদ ও শ্রী বৃদ্ধি হয়৷
advertisement
5/7
এদিন একমুঠো চাল, একমুঠো কালো তিল ও সন্দেশ দান করুন দরিদ্রকে৷ তাহলে পূর্বপুরুষের আশীর্বাদে সংসারের উপর থেকে কেটে যায় অমঙ্গলের কালো ছায়া৷ পিতৃদোষ কেটে গিয়ে সংসারে অশান্তি দূর হয়ে শান্তি আসে৷
এদিন একমুঠো চাল, একমুঠো কালো তিল ও সন্দেশ দান করুন দরিদ্রকে৷ তাহলে পূর্বপুরুষের আশীর্বাদে সংসারের উপর থেকে কেটে যায় অমঙ্গলের কালো ছায়া৷ পিতৃদোষ কেটে গিয়ে সংসারে অশান্তি দূর হয়ে শান্তি আসে৷
advertisement
6/7
একটু কাঁচা হলুদ, পঞ্চধাতুর টুকরো, একটু মাটি লাল কাপড়ে বেঁধে বাড়ির প্রধান দরজার বাইরে ঝুলিয়ে দিন৷ এতে ঋণমুক্তি ঘটে এবং কাজে সাফল্য পাওয়া যায়৷
একটু কাঁচা হলুদ, পঞ্চধাতুর টুকরো, একটু মাটি লাল কাপড়ে বেঁধে বাড়ির প্রধান দরজার বাইরে ঝুলিয়ে দিন৷ এতে ঋণমুক্তি ঘটে এবং কাজে সাফল্য পাওয়া যায়৷
advertisement
7/7
আষাঢ় সংক্রান্তিতে আমিষ বর্জন করে নিরামিষ খাওয়াই ভাল৷ এদিন রাতে পরিবারের সকলে মিলে ঝিঙের তরকারি খান৷ এর ফলে মা লক্ষ্মীর আশীর্বাদে বছরভর অর্থলাভ হয়৷ (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)(সব ছবি-নেটমাধ্যম)
আষাঢ় সংক্রান্তিতে আমিষ বর্জন করে নিরামিষ খাওয়াই ভাল৷ এদিন রাতে পরিবারের সকলে মিলে ঝিঙের তরকারি খান৷ এর ফলে মা লক্ষ্মীর আশীর্বাদে বছরভর অর্থলাভ হয়৷ (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)(সব ছবি-নেটমাধ্যম)
advertisement
advertisement
advertisement