এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে গরম কমানোর জন্য শাহরুখ খানের কাছে এক ভক্তের আর্জি। কিন্তু গরমের সঙ্গে শাহরুখ খানের কী সম্পর্ক? আসলে, এর সঙ্গে জড়িয়ে রয়েছে শাহরুখ খান, হৃত্বিক রোশন, করিনা কাপুর, কাজল অভিনীত 'কভি খুশি কভি গম' ছবির একটি গান। কাজল ও শাহরুখ খানের জনপ্রিয় এই গানের লাইনে ছিল 'সূরয হুয়া মধ্যম, চাঁন্দ ঢলনে লাগা'। শাহরুখ খান বললেই সূর্য যাতে খানিক মধ্যম রূপ নেয় তার জন্যেই প্রিয় অভিনেতার কাছে এমন অদ্ভুত আর্জি জানিয়েছেন ভক্ত।
advertisement
আরও পড়ুন: নিকো পার্কের লকার রুমে মারাত্মক কাণ্ড! গ্রেফতার ৪ কসবার বাসিন্দা
আরও পড়ুন: এই গরমে বিয়ে, বরকে ঠান্ডা রাখতে বরযাত্রীদের কাণ্ড দেখলে চোখ কপালে উঠবে! ভাইরাল ভিডিও
ট্যুইটারে সৃষ্টি পান্ডে নামে এক ইউজার লিখেছেন, 'প্রিয় শাহরুখ খান, সূর্যকে মধ্যম করিয়ে দিন প্লিজ'। যুবতীর এমন রসিকতা মন জয় করেছেন নেটিজেনের একাংশের। অনেকেই একইরকম ভাবে আর্জি জানিয়েছেন শাহরুখের কাছে। বহু লাইক ও কমেন্টের বন্যা হয়েছে এই পোস্টটিতে। গরমের তীব্র দহনজ্বালায় খানিক মজার মোড়কে শাহরুখ ভক্তরা মন ভিজিয়েছেন। মুহূর্তে ভাইরাল হয়েছে পোস্টটি।
জানা গিয়েছে, দেশের একাধিক জায়গায় তাপপ্রবাহ চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। দক্ষিণবঙ্গে রবিবার থেকে আবহাওয়ার পরিবর্তন আশা করছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গেও বৃষ্টি যেমন চলছে, চলবে বলেই পূর্বাভাস হাওয়া অফিসের। কিন্তু ভক্তের এমন আর্জি শুনে শাহরুখ খান এই গান গাইলেও, সূর্য কি তাতে রাজি হবে? সেই প্রশ্ন থেকেই যাচ্ছে।