আরও পড়ুন-Viral News: হুবহু মানুষের মতো দেখতে মাছ! ভয়ে সমুদ্র ছাড়ছেন অন্ধ্রের মৎসজীবীরা
দ্য সান ওয়েবসাইট অনুসারে, সম্প্রতি এক মহিলা সোশ্যাল মিডিয়া সাইট রেডিটে তাঁর এই গল্প শেয়ার করেছেন। মহিলাটি একটি গ্রুপে জানান যে কীভাবে তাঁর বাগদত্ত তাঁকে কোনওরকম পরিকল্পনায় অন্তর্ভুক্ত না করেই বিয়ের আগে হানিমুনের সমস্ত পরিকল্পনা করে ফেলেন।
advertisement
মাকে হানিমুনে নিয়ে যেতে প্রস্তুত স্বামী
দু'জনেই বিয়ের আগে থেকে পরিকল্পনা করে রেখেছিলেন যে তাঁরা তাঁদের পরিবারকে নিয়ে হানিমুনে যাবেন। অর্থাৎ ছেলেটির বাবা-মা এবং মেয়ের মাও একসঙ্গে হানিমুনে যাবেন, যাতে তাঁরা একে অপরকে আরও ভালোভাবে চেনার সুযোগ পান। স্ত্রী বলেছিলেন যে তিনিও এই পরিকল্পনা পছন্দ করেছেন, তাই তিনি প্রথমে এতে রাজি হয়েছিলেন। কিন্তু ওই ব্যক্তি পরে আবার প্ল্যান বাতিল করে বলেন, যে শুধু দু'জনেই তাঁরা হানিমুনে যাবেন। কিন্তু একদিন যখন ওই মহিলা তাঁর ভাবী শাশুড়ি এবং স্বামীর সঙ্গে কাপড় কিনছিলেন, তখন লোকটিকে বলতে শোনেন যে তিনি তাঁর মাকে হানিমুনে নিয়ে যাবেন।
আরও পড়ুন-Viral News: দুধের প্যাকেট নিয়ে তুমুল বিতর্ক সোশ্যাল মিডিয়ায়, কী এমন লেখা আছে তাতে?
পরে এ বিষয়ে তাঁর বাগদত্তর সঙ্গে কথা বললে তিনি জানান, আপাতত শুধু তাঁর পরিবারের সদস্যরা যাবেন। ওই মহিলা এতে অসন্তুষ্ট হন, কেন না তাঁর বাগদত্ত বার বার নিজেই সমস্ত বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছিলেন। মহিলা এই ব্যবহারে বিরক্তি প্রকাশ করলে ওই ব্যক্তি বলেন, তিনি অযথা বিষয়টিকে বিতর্কের পর্যায়ে নিয়ে যাচ্ছেন।
সোশ্যাল মিডিয়ায় মানুষ কিন্তু ওই মহিলাকেই সমর্থন করেছেন। তাঁরা বলছেন, উভয়ের পরিবারকে সঙ্গে নেওয়ার প্ল্যানই ভাল ছিল। অযথা বার বার প্ল্যান বদলে ওই ব্যক্তি আসলে নিজের হবু স্ত্রীকেই অসম্মান করছেন। এক ব্যক্তি এমনও বলেছেন যে, যদি কোনও ব্যক্তি হবু জীবনসঙ্গিনীর সম্মতি ছাড়াই বার বার সিদ্ধান্ত নেন তাহলে ওই মহিলার তাঁকে বিয়ে করার বিষয়ে ভাল করে চিন্তা-ভাবনা করা উচিত!