TRENDING:

দীর্ঘদিন ধরে এক বৃদ্ধ দম্পতিকে খুঁজছিল পুলিশ; রাস্তায় মোটরবাইক থামিয়ে তাঁদের সঙ্গে যা করা হল, স্তম্ভিত নেট দুনিয়া

Last Updated:

এই পদ্ধতিতে দীর্ঘদিন ধরেই গান্ধিগিরির প্রচলন করেছে ট্রাফিক পুলিশ। তেমনই দৃষ্টান্ত দেখা গেল বিহারেও। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও মানুষের মন জয় করে নিয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সিকান্দরপুর, বিহার: ট্রাফিক আইন মেনে চলার প্রয়োজনীয়তা অনুভব করতে পারেন না বেশিরভাগ মানুষই। সেজন্যই আইন রক্ষকদেরই কড়া হতে হয়। চালু হয় শাস্তি, জরিমানার নিদান। যে সাধারণ মানুষের প্রাণ রক্ষার জন্য এত নিয়মের কড়াকড়ি সেই মানুষই তখন বিরক্ত হন।
দীর্ঘদিন ধরে এক বৃদ্ধ দম্পতিকে খুঁজছিল পুলিশ; রাস্তায় মোটরবাইক থামিয়ে তাঁদের সঙ্গে যা করা হল, স্তম্ভিত নেট দুনিয়া
দীর্ঘদিন ধরে এক বৃদ্ধ দম্পতিকে খুঁজছিল পুলিশ; রাস্তায় মোটরবাইক থামিয়ে তাঁদের সঙ্গে যা করা হল, স্তম্ভিত নেট দুনিয়া
advertisement

এই পদ্ধতিতে দীর্ঘদিন ধরেই গান্ধিগিরির প্রচলন করেছে ট্রাফিক পুলিশ। তেমনই দৃষ্টান্ত দেখা গেল বিহারেও। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও মানুষের মন জয় করে নিয়েছে। এই ভিডিও-তে একজন বৃদ্ধ দম্পতিকে দেখা যায় মোটরবাইক চালিয়ে যেতে। তারপর তাঁদের আটকায় ট্রাফিক পুলিশ।

আরও পড়ুন– শত শত বছরের পুরনো এক সুড়ঙ্গ; ভিতরে ঢুকতেই এ কী দেখলেন ভূবিজ্ঞানী !

advertisement

বর্তমানে সড়ক দুর্ঘটনার সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। প্রতিদিনই কোথাও না কোথাও সড়ক দুর্ঘটনার খবর পাওয়া যায়। সড়ক দুর্ঘটনা এড়াতে ট্র্যাফিক পুলিশ জনগণের উদ্দেশে বিভিন্ন উপায় বলে দিচ্ছে। বাইক চালকদের হেলমেট এবং গাড়ি চালকদের সিট বেল্ট পরার জন্য অনুরোধ করা হচ্ছে। কিন্তু এর পরেও মানুষ অসতর্ক। তাই মানুষকে সচেতন করতে ট্রাফিক পুলিশ নিজেই বিহারের সিকান্দরপুর থেকে একটি ভিডিও শেয়ার করেছে।

advertisement

রাস্তায় ট্রাফিক পুলিশ এক বয়স্ক দম্পতিকে থামায়। তাঁরা মোটর বাইকে চড়ে যাচ্ছিলেন। সকলেই ভেবেছিলেন ওই দম্পতিকে অবশ্যই জরিমানা করা হবে। কিন্তু ওই দম্পতিকে থামিয়ে ট্রাফিক পুলিশ যে কাজ করেছে তা অবাক করেছে সবাইকে। পুলিশ তাদের বিরুদ্ধে জরিমানার চালান জারি করেনি। বদলে তারা হেঁটেছে গান্ধিগিরির রাস্তায়।

প্রাথমিক ভাবে ওই দম্পতিও ভয় পেয়ে গিয়েছিলেন। ভিডিও-য় দেখা যায় পিছনে বসা মহিলা হাত জোড় করে কিছু বলেছেন। তারপর পুলিশ আধিকারিক প্রথমে বৃদ্ধের হাতে একটি গোলাপ ফুল তুলে দেয়। তারপর সেটি তাঁর স্ত্রীকে উপহার দিতে বলেন। তারপর বৃদ্ধের হাতে একটি হেলমেট উপহার দেওয়া হয়।

আরও পড়ুন– দেশের সবথেকে পুরনো এই রেলস্টেশন ভারতীয় রেলের ইতিহাসকে সমৃদ্ধ করেছে; এখনও প্রচুর যাত্রী যাতায়াত করেন এই স্টেশন দিয়ে

ঘটনার পর দু’জনেই পুলিশের সঙ্গে হাত মেলান। পুলিশ ওই দম্পতিকে বুঝিয়েছে যে বাইক চালানোর সময় তাদের দু’জনেরই হেলমেট পরা প্রয়োজন। কোনও দুর্ঘটনা ঘটলে জীবন বাঁচাতে পারে এই হেলমেট।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

হেলমেট ও গোলাপ দেওয়ার পর বৃদ্ধর মোটরবাইকে স্টিকারও লাগিয়ে দেয় পুলিশ। শীতকালে কুয়াশার মধ্যে বাইক চালালে স্টিকার কাজে আসে। অন্ধকারে এই স্টিকারে একটু আলো পড়লেই জ্বলতে শুরু করে। ট্রাফিক পুলিশ জানিয়েছে, অনেক দিন ধরেই এমন এক দম্পতিকেই খুঁজছিল তারা। এখন এর মাধ্যমে অন্যদেরও সচেতন করা হবে ৷

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
দীর্ঘদিন ধরে এক বৃদ্ধ দম্পতিকে খুঁজছিল পুলিশ; রাস্তায় মোটরবাইক থামিয়ে তাঁদের সঙ্গে যা করা হল, স্তম্ভিত নেট দুনিয়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল