TRENDING:

মাত্র ১ টাকা পণ ! মেয়ের বিয়ে দিতে গিয়ে কেঁদে ফেললেন গরিব বাবা, দেশবাসীরও চোখ ছলছল

Last Updated:

সম্প্রতি রাজস্থানের জালোরের এক বিয়ের অনুষ্ঠানে পাত্রের নেওয়া সিদ্ধান্ত গোটা বিয়েকে সমাজে আলোচনায় পরিণত করেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জালোর, রাজস্থান: আমাদের দেশে বহু যুগ ধরেই যৌতুকের কুপ্রথা চলে আসছে। এই প্রথা অনেকের কাছেই লোভনীয়, এই লোভনীয় প্রথার কারণে, বাবা-মায়েরা তাঁদের মেয়ের জন্মের পর থেকেই অর্থ সঞ্চয় করতে শুরু করেন। মেয়ে শিক্ষিত হোক বা না হোক বা চাকরি পাক বা না পাক, ছেলের বাবা-মা-কে তাদের দাবি অনুযায়ী যৌতুক দিতে হয়। কিন্তু সম্প্রতি রাজস্থানের জালোরের এক বিয়ের অনুষ্ঠানে পাত্রের নেওয়া সিদ্ধান্ত গোটা বিয়েকে সমাজে আলোচনায় পরিণত করেছে।
মাত্র ১ টাকা পণ ! মেয়ের বিয়ে দিতে গিয়ে কেঁদে ফেললেন গরিব বাবা, দেশবাসীরও চোখ ছলছল
মাত্র ১ টাকা পণ ! মেয়ের বিয়ে দিতে গিয়ে কেঁদে ফেললেন গরিব বাবা, দেশবাসীরও চোখ ছলছল
advertisement

আরও পড়ুন– অনেক রাশির সৌভাগ্যের উদয় হবে, আপনিও কি আছেন সেই দলে? জেনে নিন কার ভাল যাবে মার্চ মাস

ভারতের অনেক রাজ্যে এখনও যৌতুক প্রথা চালু রয়েছে। মানুষ একে খারাপ বললেও অনেক জায়গায় এখনও যৌতুক দেওয়া হয় এবং নেওয়া হয়। অনেকক্ষেত্রে যৌতুকের নিয়মকে বিয়ের নিয়মের সঙ্গেও মিলিয়ে দেওয়া হয়। মেয়ের বিয়েতে অনেক মানুষই তার সারা জীবনের সম্পদ পাত্রের পরিবারের হাতে তুলে দেয়। তাঁদের মেয়েকে শ্বশুরবাড়িতে সুখে রাখা হবে এই আশা নিয়েই এমনটা করেন বাবা-মায়েরা। বিকানেরের হুকুম সিং সোধাও একই রকমের পরিকল্পনা করেন। তবে মেয়ের আশীর্বাদে নগদ টাকা দেওয়ার সময়ে বর যা সিদ্ধান্ত নেয়, তা দেখে কন্যার বাবার চোখে জল চলে আসে !

advertisement

আরও পড়ুন- গল্প নয়, নির্মম সত্য; সুটিয়ার নারীনিগ্রহের আসল চেহারা নিয়ে সামনে এল ট্রেলার, ‘শক্তিরূপেণ’ মনে ভয় ধরাবে

তথ্য অনুযায়ী, হুকম সিংয়ের মেয়ের সঙ্গে সাংদোয়ার বাসিন্দা ডাক্তার পর্বত সিংয়ের ছেলের বিয়ে ঠিক হয়। বাগদানে ওই মেয়ের বাবাও অন্যদের মতো বরকে নগদ ১১ লক্ষ ২১ হাজার টাকা যৌতুক দেন। সবার সামনে নগদ টাকা দেওয়া হলে পাত্র মাত্র এক টাকা হাতে তুলে বাকিটা নারকেল-সহ ফেরত দেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘায় জগন্নাথ মন্দিরে প্রথম অন্নকূট ও গোবর্ধন পুজো, গোলাপের পাপড়িতে মুড়ল মন্দির চত্বর
আরও দেখুন

পাত্রের এই পদক্ষেপ এই বিয়েকে একটা উদাহরণ হিসেবে তুলে ধরেছে। বর্তমান সময়েও এমন অনেক ঘটনা সামনে আসছে যেখানে যৌতুকের জন্য মেয়েদের হয়রানি করা হয়। সেখানে এই পাত্রের এমন পদক্ষেপ সকলকেই হতবাক করে দিয়েছে। বরের বাবাও তাঁর ছেলের সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন করেছেন। এখন রাজস্থানে যৌতুক সম্পর্কে মানুষের ধারণার পরিবর্তন হচ্ছে। এর আগে, জৈতপুর থেকেও একই রকম একটি ঘটনা প্রকাশ্যে এসেছিল, যেখানে পাত্র ১১ লক্ষ টাকা ফেরত দেন এবং মাত্র এক টাকা নিয়ে বিয়ে করেন।

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
মাত্র ১ টাকা পণ ! মেয়ের বিয়ে দিতে গিয়ে কেঁদে ফেললেন গরিব বাবা, দেশবাসীরও চোখ ছলছল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল