TRENDING:

Viral News: বিয়েতে কনের নাচের গান পছন্দ হয়নি, তাতেই তালাক দিলেন সদ্য বিবাহিত স্বামী!

Last Updated:

Viral News of Wedding: বিয়েতে এক গানে নাচের সামান্য অপরাধেই ওই কনের বিবাহিত জীবন শেষ হয়ে গেল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বাগদাদ: বিয়ে নিয়ে সব মেয়েরই কম-বেশি স্বপ্ন থাকে। কেউ বিয়েতে সবচেয়ে দামি পোশাক পরতে চায়, আবার কেউ বেশ আনন্দ নিয়ে হাসি-নাচ-গানের মধ্যে দিয়ে বিয়ে করতে চায়। কিন্তু এই সামান্য স্বপ্ন পূরণ করতে গিয়ে পরমুহূর্তেই যদি কোনও কনের বিবাহিত জীবন শেষ হয়ে যায়, তবে অবাক হওয়ার কিছু নেই (Viral News)। হ্যাঁ! এমনই এক ঘটনার সাক্ষী থাকল ইরাক। বিয়েতে এক গানে নাচের সামান্য অপরাধেই ওই কনের বিবাহিত জীবন শেষ হয়ে গেল। অদ্ভুত ডিভোর্সের এই ব্যাপারটি সম্প্রতি ঘটতে দেখা গিয়েছে বাস্তবেই (Viral News of Wedding)।
বিয়েতে কনের নাচের গান পছন্দ হয়নি, তাতেই তালাক দিলেন সদ্য বিবাহিত স্বামী!
বিয়েতে কনের নাচের গান পছন্দ হয়নি, তাতেই তালাক দিলেন সদ্য বিবাহিত স্বামী!
advertisement

আরও পড়ুন-1176 Hare Krishna: সোশ্যাল মিডিয়ায় এখন দারুণভাবে ভাইরাল ‘১১৭৬ হরে কৃষ্ণ’ ! কী এই কথার অর্থ ?

এই ঘটনাটি ইরাকের রাজধানী বাগদাদের। যেখানে এক সদ্যবিবাহিত স্বামী তাঁর স্ত্রীকে তালাক দেওয়ার কারণ হিসেবে দেখিয়েছেন যে, কনে বিয়ের সময় এমন একটি গানে নাচছিলেন, যা তাঁর পছন্দ হয়নি। যদিও এই ঘটনা বিশ্বাসযোগ্য নয়, কিন্তু এটি সত্যি যে শুধুমাত্র নাচের পারফরম্যান্সের কারণেই বিয়ের পর স্ত্রীকে ছেড়ে চলে গিয়েছেন ওই ব্যক্তি।

advertisement

গলফ নিউজের মতে, এক ইরাকি ব্যক্তির বিয়েতে তাঁর কনে একটি বিশেষ গানে নেচেছিলেন। যদিও কনের পারফরম্যান্স ছিল দেখার মতো, কিন্তু দুর্ভাগ্যবশত তিনি যে গানে নাচছিলেন, তা শ্বশুরবাড়ির লোকেদের পছন্দ হয়নি। আসলে গানটি ছিল সিরিয়ার একটি বিখ্যাত গান। গানের নাম 'মেসায়তারা' (Mesaytara), সেখানে একটা পংক্তি ছিল, অনুবাদ করলে যার অর্থ দাঁড়ায় অনেকটা এই রকম- আমি তোমাকে আমার মর্জিমতো চালাবো, তোমার প্রতিটি পদক্ষেপ নিয়ন্ত্রণে রাখবো। ওই গানের কথা শুনেই বরের মেজাজ চড়লে দম্পতির মধ্যে ঝগড়া শুরু হয় এবং ওই ব্যক্তি শেষ পর্যন্ত বিয়ে ভেঙে দেন। এই সিরিয়ান গানটি গেয়েছেন লামিস খান (Lamis Khan), যেটি বিশেষ করে বিয়ের সময় গাওয়ার জন্যই লেখা হয়েছিল। যাই হোক, এই গানের ইতিহাস অবশ্য ভালো নয়। এর আগেও গত বছরের শুরুর দিকে এই গানটি জর্ডনে এক বিবাহোত্তর অনুষ্ঠান চলাকালীন বাজানো হয়েছিল এবং শেষ পর্যন্ত ওই দম্পতির মধ্যেও বিবাহবিচ্ছেদ হয়েছিল।

advertisement

আরও পড়ুন-‘সোনা-রুপোর’ তৈরি পান ! দাম ৭৬০ টাকা ! ভাইরাল ভিডিও দেখে যা বললেন নেটিজেনরা

সেরা ভিডিও

আরও দেখুন
৪২০ বছরের প্রথা! একাদশীতে ১২ ঘণ্টার যাত্রার পর জঙ্গিপুরে পেটকাটি দুর্গা প্রতিমা নিরঞ্জন
আরও দেখুন

জানলে অবাক হতে হয়, কিন্তু এর আগেও এমন অদ্ভুত ডিভোর্সের ঘটনা ঘটেছে। ইজরায়েলে একজন অস্ট্রেলিয়ান ব্যক্তির স্ত্রী যখন স্বামীকে তালাক দিতে চেয়েছিলেন, তখন তাঁকে পরবর্তী ৮০০০ বছর ইজরায়েলে বসবাস করার শাস্তি দেওয়া হয়েছিল। অন্যথায়, স্বামীকে ৩ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরণ প্রদান করার শর্ত দেওয়া হয়েছিল। ইজরায়েল ছেড়ে এবার অস্ট্রেলিয়ার দিকে তাকালেও জানা যাবে আজব ঘটনা, সেখানে একজন মহিলা তাঁর স্বামীকে ডিভোর্স দিয়েছেন কারণ স্বামী খুব শান্ত এবং তাঁর সঙ্গে ঝগড়া করেন না!

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral News: বিয়েতে কনের নাচের গান পছন্দ হয়নি, তাতেই তালাক দিলেন সদ্য বিবাহিত স্বামী!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল