আরও পড়ুনঃ গরমের দুপুরে কে কত আগে শেষ করতে পারে এক প্লেট আম? ব্যাস জিতলেই কেল্লাফতে
advertisement
ছবিতে দুজনের মুখ দেখা যাচ্ছে না কিন্তু দেখে অনুমান করা যাচ্ছে, দম্পতি হয়তো চুম্বন করছেন। ট্যুইটার ব্যবহারকারী একজন ব্যক্তি বলেছেন, ‘লোকেরা একজন পুরুষকে ছুরিকাঘাতে একজন মহিলাকে হত্যার করলে পাশ কাটিয়ে চলে যাবে, কিন্তু যখন কোনও যুগল ভালবেসে ঘনিষ্ঠ হয় তখনই সবার নজরে পড়ে।’ অপর একজন ট্যুইটার ব্যবহারকারী লিখেছেন, ‘জনসাধারণের মধ্যে ভালবাসার প্রকাশকে স্বাভাবিক করা উচিত।’
ট্যুইটারে এই ভিডিয়োটি শেয়ার করেছেন যুগলের এক সহযাত্রী। বিভিন্ন ক্ষেত্রের লোকজন এই ‘ঘনিষ্ঠ’ হওয়াকে সমর্থন করেছেন। একজন লিখেছেন ‘আরও চুম্বন করুন এবং মন খুলে চুম্বন দাও। সবাইকে ঈর্ষান্বিত করুন। ভালবাসার জন্য চিয়ার্স।’ দিল্লি মেট্রোর পক্ষ থেকে ছবিটিতে উত্তর দেওয়া হয়েছে। ট্যুইটারে তাঁরা লিখেছেন ‘কোন অসুবিধার জন্য আমরা দুঃখিত। কিন্তু হুডা সিটি সেন্টারে চেক করে দেখা হয়েছে। এবং এ ধরনের কোনও যাত্রীকে খুঁজে পাওয়া যায়নি।’