TRENDING:

Viral News: মহিলার গোপনাঙ্গ থেকে বেরল আস্ত কাচের গ্লাস! হতবাক চিকিৎসক, তোলপাড় সোশ্যাল মিডিয়া

Last Updated:

Glass tumbler stuck in woman’s private part: সম্প্রতি এই চাঞ্চল্যকর ঘটনাটি সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। কিন্তু কী ভাবে ওই মহিলার শরীরে জায়গা করে নিল আস্ত কাচের গ্লাস, তা নিয়েই চলছে জল্পনা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#তিউনিস: এও সম্ভব? অস্ত্রোপচারের পর এক মহিলার গোপনাঙ্গ থেকে বের করা হল আস্ত একটি কাচের গ্লাস। ঘটনায় চক্ষু চড়কগাছ গোটা চিকিৎসক মহলের। তোলপাড় গোটা (Viral News) সোশ্যাল মিডিয়া। আর হবে নাই বা কেন? গোপনাঙ্গে লুকিয়ে থাকা আস্ত কাচের (Glass tumbler stuck in woman’s private part) গ্লাসটিকে চিকিৎসকরা যেমন অতি সাবধানতা অবলম্বন করে ওই মহিলার শরীর থেকে বার করতে সমর্থ হয়েছেন, তেমনি চিকিৎসকদের পর্যবেক্ষণে ওই মহিলা বর্তমানে সম্পূর্ণ সুস্থ রয়েছেন। সম্প্রতি এই চাঞ্চল্যকর ঘটনাটি সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। কিন্তু কী ভাবে ওই মহিলার শরীরে জায়গা করে নিল আস্ত কাচের গ্লাস, তা নিয়েই চলছে জল্পনা। এমন আশ্চর্য ঘটনায় হতবাক ওই মহিলার অস্ত্রপচারের দায়িত্বে থাকা চিকিৎসকেরাও।
গোপনাঙ্গ থেকে বেরল আস্ত কাচের গ্লাস, হতবাক চিকিৎসক, তোলপাড় সোশ্যাল মিডিয়া
গোপনাঙ্গ থেকে বেরল আস্ত কাচের গ্লাস, হতবাক চিকিৎসক, তোলপাড় সোশ্যাল মিডিয়া
advertisement

আরও পড়ুন-Viral News: শুধু প্রেম নয়, প্রতারণা আর পরকীয়াতেও বিশ্ব সেরা এই শহর! সাম্প্রতিক সমীক্ষায় চাঞ্চল্যকর তথ্য

জানা গিয়েছে, সাম্প্রতিক এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে সুদূর (Africa) আফ্রিকায়। আফ্রিকার তিউনিসিয়া (Tunisia) প্রদেশের বছর ৪৫ বয়সের ওই মহিলা তার গোপনাঙ্গে মারাত্মক ব্যাথা অনুভব করছিলেন। পাশাপাশি ওই মহিলার গোপনাঙ্গ থেকে অতিমাত্রায় রক্ত ক্ষরণ হচ্ছিল বলে জানা গিয়েছে। শরীরে মারাত্মক জ্বালা-যন্ত্রণা নিয়ে ওই মহিলা চিকিৎসকের কাছে ছুটে গিয়েছিলেন। এরপর ওই মহিলার চিকিৎসা শুরু করে প্রথম অবস্থায় নানা রকম পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসকরা প্রাথমিক ভাবে ধারণা করেন যে, ওই মহিলার মূত্রাশয়ে পাথর জমেছে। তারপরেই ওই মহিলার গোপনাঙ্গে অস্ত্রপচারের সিদ্ধান্ত নেন তিউনিসিয়ার স্ফ্যাক্স শহরের হাবিব বুরগুইবা ইউনিভার্সিটি হাসপাতালের কয়েক জন শল্য ও প্রসূতি চিকিৎসকরা। সেই মতো হাসপাতালে ভর্তির কয়েকদিনের মধ্যেই ওই মহিলার গোপনাঙ্গে অস্ত্রপচার করেন চিকিৎসকরা।

advertisement

আরও পড়ুন-আপনি কি ঘুম থেকে বঞ্চিত? অবিলম্বে চিকিৎসা করা প্রয়োজন

নিয়মমাফিক ওই মহিলার শরীরে অস্ত্র পচারের পর অবশেষে তার গোপনাঙ্গের ভিতর লুকিয়ে থাকা অদ্ভুত বস্তুটিকে বার করতে সমর্থ হন চিকিৎসকরা। ওই মহিলার গোপনাঙ্গ থেকে বার হওয়া বস্তুটিকে ভাল করে পর্যবেক্ষণ করে চিকিৎসকরা লক্ষ্য করেন সেটি পাথর না। ওই বস্তুটি ছিল আসলে আস্ত কাচের গ্লাস। যা মহিলার গোপনাঙ্গে আটকে ছিল। তার জন্যই ওই মহিলা তার গোপনাঙ্গে মারাত্মক ব্যাথা অনুভব করছিলেন। তাঁর শরীর থেকে অতিমাত্রায় রক্তক্ষরণের কারণও গোপনাঙ্গে আটকে থাকা ওই কাচের গ্লাস।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

কিন্তু কী ভাবে ওই মহিলার শরীরে প্রবেশ করল আস্ত কাচের গ্লাস! তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে অনুসন্ধান। প্রাথমিক তথ্যে জানা গিয়েছে, কয়েক বছর আগে ওই মহিলা যৌন হয়রানির শিকার হয়েছিলেন। ওই সময় তার গোপনাঙ্গে কাচের গ্লাসটি ঢুকিয়ে দেওয়া হয়ে থাকতে পারে। তবে অস্ত্রোপচারের মাত্র দু’দিন পর ওই মহিলাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। বর্তমানে তিনি সুস্থ ও স্বাভাবিক রয়েছেন বলে জানা গিয়েছে হাসপাতাল সূত্রে।

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral News: মহিলার গোপনাঙ্গ থেকে বেরল আস্ত কাচের গ্লাস! হতবাক চিকিৎসক, তোলপাড় সোশ্যাল মিডিয়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল