TRENDING:

Viral News: 'ঠাই... ঠাই'! ঘরে ঘুমোচ্ছিল মালিক, গুলি করল পোষ্য কুকুর! তারপর? ভাবতে পারবেন না এমন কাণ্ড

Last Updated:

Viral News: পোষা কুকুর 'ওরিও' হঠাৎ বন্দুকের ট্রিগারে পা দেয় এবং একটি গুলি ছোড়ে মালিককে। ভাবতে পারছেন? মালিককে গুলি করল তাঁরই পোষ্য কুকুর। কোথায় ঘটেছে?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: আমেরিকার টেনেসি রাজ্যের একটি চমকপ্রদ ঘটনা সামনে এসেছে। আপনি কি বিশ্বাস করবেন যে, একটি কুকুর একটি মানুষকে গুলি করতে পারে? হ্যাঁ, জানলে অবাক হবেন, কিন্তু এটাই সত্যি। আমেরিকায় একটি পোষা কুকুর তার মালিককে গুলি করে হত্যা করেছে।
পিটবুল (প্রতীকী ছবি)
পিটবুল (প্রতীকী ছবি)
advertisement

তবে ঘটনাক্রমে মালিক গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ জানায়, মেমফিস শহরে এক ব্যক্তি তার বিছানায় ঘুমাচ্ছিল যখন তার পোষা কুকুর ‘ওরিও’ হঠাৎ বন্দুকের ট্রিগারে পা দেয় এবং একটি গুলি ছোড়ে। জিও টিভির খবর অনুযায়ী, কোনও এক সকালে এই ঘটনাটি ঘটে, যখন ওই ব্যক্তি তাঁর মহিলা সঙ্গীর সঙ্গে ঘুমাচ্ছিলেন। গুলিটি তাঁর বাঁ-পায়ে লাগে এবং তিনি আহত হন। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়।

advertisement

আরও পড়ুন: ওয়েটিং লিস্টে থাকা কত নম্বর পর্যন্ত টিকিট ‘কনফার্ম’ হয় জানেন? রয়েছে ‘নিয়ম’, জানলে অবাক হয়ে যাবেন!

পুলিশ রিপোর্ট অনুযায়ী, ওরিও নামের কুকুরটি এক বছরের পিটবুল। খেলার সময় ভুলবশত পা ট্রিগার গার্ডে আটকে যায় এবং ট্রিগার চাপার পর একটি গুলি ছুটে যায়। তবে এটি কী ধরনের বন্দুক তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। পুলিশ ঘটনাটিকে দুর্ঘটনাজনিত আঘাত হিসেবে নথিভুক্ত করেছে।

advertisement

আরও পড়ুন: বাজারে ছেয়ে গিয়েছে রং করা নকল আমন্ড, সেগুলিই কিনে খাচ্ছেন না তো? ভেজাল চেনার সহজ উপায় জানুন

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

আমেরিকায় বন্দুক-সম্পর্কিত ঘটনা সাধারণ, তবে প্রাণীদের গুলি করার ঘটনা বিরল। এর আগে ২০২৩ সালে, একজন জার্মান শেফার্ড ঘটনাক্রমে তার মালিককে গুলি করেছিল, যার ফলে তাঁর মৃত্যু হয়েছিল। ২০১৮ সালেও, আইওয়াতে একই রকম একটি ঘটনা প্রকাশ্যে এসেছিল। নির্যাতিতার মহিলা সঙ্গী জানান, এই কুকুরটি খুব খেলাধুলা করে এবং লাফাতে থাকে। এ ঘটনা থেকে শিক্ষা নিয়ে তিনি বলেন, বন্দুকের নিরাপত্তা বজায় রাখুন বা ট্রিগার লক ব্যবহার করুন।

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral News: 'ঠাই... ঠাই'! ঘরে ঘুমোচ্ছিল মালিক, গুলি করল পোষ্য কুকুর! তারপর? ভাবতে পারবেন না এমন কাণ্ড
Open in App
হোম
খবর
ফটো
লোকাল