TRENDING:

বিমানবন্দর তৈরির প্রস্তুতি ছিল তুঙ্গে; মাটি খুঁড়তেই যা বেরিয়ে এল…! দেখে চমকে গিয়েছেন খননকারীরা

Last Updated:

কিছুটা খুঁড়তে আচমকাই অত্যাশ্চর্য এক কাঠামো নজরে আসে খননকারীদের। আর সেই কাঠামো পরীক্ষা করে তো চক্ষু চড়কগাছ প্রত্যেকের!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
এথেন্স: জোরকদমে চলছিল তোড়জোড়। গ্রিসের এক দ্বীপপুঞ্জে একটি বিমানবন্দর তৈরির সমস্ত প্রস্তুতি হয়েছিল সারা। ভিত স্থাপনের জন্য জমি খোঁড়া হয়েছিল। মাটিও সরানো হচ্ছিল। কিছুটা খুঁড়তে আচমকাই অত্যাশ্চর্য এক কাঠামো নজরে আসে খননকারীদের। আর সেই কাঠামো পরীক্ষা করে তো চক্ষু চড়কগাছ প্রত্যেকের!
বিমানবন্দর তৈরির প্রস্তুতি ছিল তুঙ্গে; মাটি খুঁড়তেই যা বেরিয়ে এল…. দেখে চমকে গিয়েছেন খননকারীরা (Photo Courtesy: Greek Ministry of Culture)
বিমানবন্দর তৈরির প্রস্তুতি ছিল তুঙ্গে; মাটি খুঁড়তেই যা বেরিয়ে এল…. দেখে চমকে গিয়েছেন খননকারীরা (Photo Courtesy: Greek Ministry of Culture)
advertisement

কিন্তু কেন? আসলে খতিয়ে দেখে জানা যায় যে, খননকার্যে পাওয়া ওই কাঠামোটি প্রায় চার হাজারের বছরের পুরনো। আর এর হদিশ পাওয়ার ফলে প্রাচীন সভ্যতার বহু রহস্যই সমাধান হবে বলে মনে করছেন গবেষকরা। কিন্তু আশ্চর্যের বিষয় হল, বিজ্ঞানীরা এখনও বুঝতে পারছেন না যে, ওই কাঠামোটি কী কাজে ব্যবহার করা হয়েছিল। আর সেই কারণেই ৪,০০০ বছরের পুরনো এই কাঠামোটির রহস্যের সমাধান এখনও করা যায়নি।

advertisement

আরও পড়ুন- বিশ্বের সেরা কুড়ির তালিকায় উড়ান ভিস্তারার, পিছিয়ে নেই এয়ার ইন্ডিয়াও; দেখে নিন বিশ্বের সেরা এয়ারলাইন্সের তালিকা

সিএনএন-এর প্রতিবেদন থেকে জানা গিয়েছে যে, গ্রিক দ্বীপপুঞ্জ ক্রেটে এই অতিপ্রাচীন কাঠামোটির হদিশ পেয়েছে প্রত্নতত্ত্ববিদেরা। আর এই কাঠামোর হদিশ মেলার ফলে এখানে বিমানবন্দর নির্মাণের কাজ স্থগিত হয়ে যাবে। সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস-এর মতে, ওই কাঠামোটি মিনোওন সভ্যতার অংশ। যা ব্যবহৃত হয়েছিল খ্রিস্টপূর্ব ২০০০ থেকে ১৭০০-র মধ্যে। ওই সময়েই নির্মিত হয়েছিল মনুমেন্টাল প্যালেস অফ ক্রেট।

advertisement

আরও পড়ুন– বাংলার পর্বতারোহীদের জন্য দারুণ খবর, গুপ্তপর্বত সামিটে সফল সোনারপুর আরোহীর সদস্যরা

যদিও বিজ্ঞানীদের মতে, মিনোওন সভ্যতার অন্যান্য কাঠামোর মতো এটি একেবারেই নয়। ফলে কী উদ্দেশ্যে এই কাঠামোটি বানানো হয়েছিল, তা তাঁরা বুঝতে পারেননি। আসলে উপর থেকে এই কাঠামোটিকে দেখলে মনে হবে যেন এটি একটা বড় গাড়ির চাকা। এর মোট এলাকা হল ১৯ হাজার বর্গ ফুট। গ্রিক মিনিস্ট্রি অফ কালচারের বক্তব্য, ওই কাঠামোটির ব্যাস ১৫৭ ফুট আর এর অংশগুলি অনেকটা মিনোওন স্তম্ভের মতো। এই জায়গার কাছাকাছি আবার প্রাচীনকালের পশুদের হাড়ের অংশও উদ্ধার হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ব্রাত্য বসুর সিনেমায় বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা! কবিগুরুর মাটিতে বসে কী বললেন?
আরও দেখুন

ফলে এটি বিশ্বাস করা হচ্ছে যে, প্রাচীন কালে এই জায়গাটিতে বিভিন্ন ধরনের নিয়ম-আচার পালন করা হত। বর্তমানে প্রত্নতত্ত্ববিদরা এই জায়গাটিকে খতিয়ে দেখবেন। যার জেরে বিমানবন্দর নির্মাণের কাজ স্থগিত হয়ে যেতে পারে। পাপুরা হিলের যে অংশে ওই কাঠামোটি পাওয়া গিয়েছে, সেখানেই ক্রেট আন্তর্জাতিক বিমানবন্দরের রাডার স্টেশনটি তৈরি হওয়ার কথা ছিল। ২০২৭ সালের মধ্যে তা তৈরি হয়ে যাওয়ার কথা। মনে করা হয় যে, প্রায় ১.৮ কোটি মানুষ এটি ব্যবহার করবেন। তবে রাডার স্টেশনটি তৈরি করার জন্য অন্য একটি জায়গার সন্ধান করবে গ্রিক সরকার।

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
বিমানবন্দর তৈরির প্রস্তুতি ছিল তুঙ্গে; মাটি খুঁড়তেই যা বেরিয়ে এল…! দেখে চমকে গিয়েছেন খননকারীরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল