TRENDING:

Viral: 'বস, আমি গর্ভবতী!' মেসেজ দেখেই ঘাবড়ে উঠলেন ম্যানেজার, ভাইরাল কাণ্ড

Last Updated:

Viral: সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই বিভিন্ন চ্যাট ভাইরাল হয়। সম্প্রতি একটি চ্যাট ভাইরাল হয়েছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই বিভিন্ন চ্যাট ভাইরাল হয়। সম্প্রতি একটি চ্যাট ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, এক মহিলা তাঁর অফিসের বসকে মেসেজ করেছেন। কিন্তু সেই চ্যাট বাকি ৫টা চ্যাটের মতো মোটেই সাধারণ ছিল না। সেই চ্যাটের স্ক্রিনশট এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
মেসেজ দেখেই ঘাবড়ে উঠলেন ম্যানেজার
মেসেজ দেখেই ঘাবড়ে উঠলেন ম্যানেজার
advertisement

ভাইরাল স্ক্রিনশটে দেখা যায়, ওই মহিলা তাঁর বসের কাছে ছুটি চাইছেন। কারণ তিনি গর্ভবতী। কিন্তু তার আগে তিনি মেসেজটি এমন ভাবে লিখেছেন যে কার্যত বোঝাই যাচ্ছে না।

আরও পড়ুন, হেলমেট, লাঠি, কাঁদানে গ্যাস…২৫ গাড়িতে ১২৫ জন CRPF! এবার সব প্রস্তুতি নিয়েই শেখ শাহজাহানের বাড়িতে ইডি

আর বসের রিপ্লাই শেষে দেখার মতো ছিল। বস লিখে দেন, প্রথমে আমার স্ত্রীকে বিষয়টা বোঝান। তারপরে সেই চ্যাটের স্ক্রিনশট কার্যত ভাইরাল হয়ে যায়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
আমঘাটা স্টেশন পরিদর্শনে রেলের ADRM, নবদ্বীপ ঘাট পর্যন্ত চালু হবে রেল পরিষেবা?
আরও দেখুন

বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে বেশি সময় নেয়নি। নেটিজেনরাও বিভিন্ন কমেন্ট করছেন বিষয়টি নিয়ে। কিছু ব্যবহারকারী লিখেছেন যে মেয়েটি তার চাকরি এবং তার বস উভয়ই হারিয়েছে।

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral: 'বস, আমি গর্ভবতী!' মেসেজ দেখেই ঘাবড়ে উঠলেন ম্যানেজার, ভাইরাল কাণ্ড
Open in App
হোম
খবর
ফটো
লোকাল