ঠিক কী হয়েছিল বিয়ের দিন? বিদেশের কোথায় ঘটেছে জানা যায়নি। তবে বিয়ের দিন কনের অ্যালার্জির কথা জানা সত্ত্বেও যেভাবে সমস্ত অতিথির সামনে কনের গোটা মুখে ওয়েডিং কেক ঘষে দেন বর, তাতেই বেজায় ক্ষুব্ধ ও অপমান বোধ করেন কনে। কারণ, তাঁর দাবি বিয়ে করার কোনও ইচ্ছে না থাকলেও, বয়ফ্রেন্ডের ইচ্ছেকে গুরুত্ব দিয়েছিলেন তিনি।
advertisement
আরও পড়ুন: শাহরুখের উপর রাগে জিন্স ছিঁড়ে ফেলেন সানি, ২০ বছর ধরে তাঁদের কথা বন্ধ! কী হয়েছিল সেদিন?
কিন্তু বিয়ের দিন হিরো হতে গিয়ে নিজের স্ত্রীয়ের শারীরিক সমস্যার কথা ভুলে গিয়ে আদতে বিয়ের গুরুত্বই নষ্ট করেছেন বর। স্ত্রীকেও কোনও গুরুত্ব দেননি তিনি। কনে একটি সংবাদসংস্থাকে জানিয়েছেন, ‘আমি বিয়ে নিয়ে খুব বেশি আগ্রহী ছিলাম না। ২০২০ সালে ও আমাকে প্রোপোজ করার পর আমি মেনে নিই। বিয়েতে আমরা সমান দায়িত্ব পালন করব ঠিক করি। কিন্তু মুখে কেক না ঘষার একটাই অনুরোধ করেছিলাম আমি’।
আরও পড়ুন: নাগ পঞ্চমীতে জ্যান্ত সাপকে দুধ খাওয়ানো উচিত না, সাতপুরুষ দোষের অংশীদার হবে! জানুন
কিন্তু বিয়ের দিন সকলের সামনেই স্ত্রীয়ের মুখে ওয়েডিং কেক ঘষে দেন বর। আর তাতেই প্রচণ্ড ক্ষুদ্ধ হয়ে বিয়ে ভাঙার সিদ্ধান্ত নিয়েছেন কনে। ডিসেম্বরে ক্রিসমাসের সময় হয়েছিল বিয়েটি। সেদিনই আইনজীবীর পরামর্শ নিয়ে ডিভোর্স ফাইল করেন ওই মহিলা।